তৈরি হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের ক্রিকেটারদের খসড়া তালিকা। খসড়া অনুযায়ী পাকিস্তানি ক্রিকেটাররাই প্রাধান্য পাচ্ছেন বেশি।
বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, পাকিস্তানের ৫২, ইংল্যান্ড ৪১, ওয়েস্ট ইন্ডিজ ৩৬, শ্রীলঙ্কা ২৫, জিম্বাবুয়ে ৫, অস্ট্রেলিয়া ৪, নিউজিল্যান্ড ২, দক্ষিণ আফ্রিকা ৪ ও অন্যান্য ১৩ বিদেশি ক্রিকেটার স্থান পাচ্ছেন খসড়া তালিকায়। এছাড়া স্থানীয় ক্রিকেটার রয়েছেন ১২০ জনের মতো।
তবে খসড়া তালিকায় অন্তর্ভূক্ত হচ্ছেন না তারকা ক্রিকেটাররা। খসড়া অনুযায়ী নিজ ব্যবস্থাপনায় ছয় ফ্র্যাঞ্চাইজি তারকা ক্রিকেটারদের চুক্তি করে খেলাতে পারবেন।
উল্লেখ্য, নভেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়ানোর কথা বিপিএল-এর তৃতীয় আসর। আর ৩১ অক্টোবর ক্রিকেটারদের নিলাম হওয়ার কথা থাকলেও এগিয়ে আসতে পারে এর তারিখ।
Loading...
advertisement