মার্কিন সেনাবাহিনী ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোতে সামরিক মহড়া বাড়ানোর পরিকল্পনা করছে। ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর উপপ্রধান এবং মার্কিন বিমান বাহিনীর লে জেনারেল টিম রে এ কথা জানিয়েছেন। রাশিয়ার কথিত আগ্রাসন মোকাবেলায় এ পদক্ষেপ নেয়া হবে বলে দাবি করেন তিনি।
জার্মানির একটি বন্দরে যখন শত শত মার্কিন ট্যাংক, সামরিক ট্রাকসহ যুদ্ধ সরঞ্জাম নামছে তখন এ মন্তব্য করলেন তিনি।
রুশ সীমান্তের নিকটবর্তী দেশগুলোতে ন্যাটো মহড়ায় প্রায় চার হাজার মার্কিন সেনা অংশ গ্রহণ করবে। এ সব মহড়ায় ২৮ হাজারের বেশি মার্কিন সরঞ্জাম ব্যবহৃত হবে। জার্মানির বন্দরে এ সব সামরিক সামরিক সরঞ্জাম খালাস করা হয়েছে।
টিম রে দাবি করেন, তার ভাষায়, রুশ আগ্রাসন ঠেকানোর অংশ হিসেবে এ সব মহড়া হবে। পাশাপাশি মার্কিন মিত্রদের আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা এবং ইউরোপকে মুক্ত, স্বাধীন এবং সমৃদ্ধ রাখার লক্ষ্যও এ সব মহড়ার রয়েছে।