ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের প্রত্যন্ত প্রদেশ পাপুয়ায় বিমানবাহিনীর একটি উড়োজাহাজ হারকিউলিস সি-১৩০ বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় আরোহীদের সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উড়োজাহাজটিতে তিন পাইলট এবং আরও ১০ জন সেনা সদস্য ছিলেন। বিমানবাহিনী প্রধান আগাস সুপ্রিয়াতনা বলেছেন, খারাপ আবহাওয়ার কারণেই প্লেনটি বিধ্বস্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
হারকিউলিস সি-১৩০ উড়োজাহাজটি খাবারের সরঞ্জাম নিয়ে তিমিকা থেকে ওয়ামেনা যাচ্ছিল। গন্তব্যের কাছাকাছিই হঠাৎ করে সেটি নিচে নেমে এসে পার্বত্য এলাকায় ভূপাতিত হয়।
প্লেনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। নিহতদের মরদেহ ওয়ামেনা শহরে নিয়ে যাওয়া হচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি’র কার্যনির্বাহী পরিচালক ইভান আহমাদ রিসকি তিতাস।