প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। আজ থাকছে প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ওপর আলোচনা। মনে রাখবে, পাঠ্যবইটি ভালোভাবে বুঝে পড়লেই তোমরা সহজে উত্তর দিতে পারবে।
প্রাথমিক বিজ্ঞান
প্রাথমিক বিজ্ঞান বিষয়ে ২৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্নের মধ্যে ১ নম্বর প্রশ্নের নৈর্ব্যক্তিক অংশে ৪০টি বহুনির্বাচনী প্রশ্নের ১৫টি হবে যোগ্যতাভিত্তিক। যা প্রশ্নপত্রে থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ হিসেবে। ৪ নম্বরে থাকবে কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন। এর মধ্যে দুটি প্রশ্ন থাকবে যোগ্যতাভিত্তিক যা অবশ্যই উত্তর করতে হবে।
নিচে নেপ প্রণীত ১ নম্বর প্রশ্ন ও সঠিক উত্তর (নমুনা হিসাবে ৪০টির মধ্যে ১৫টি) দেওয়া হলো।
সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ।
১। কোন যানবাহনটি বায়ু দূষিত করে?
ক. মোটরগাড়ি খ. রিকশা গ. বাইসাইকেল ঘ. গরুর গাড়ি
২। কোনটি জীবের শরীরে শক্তি উৎপাদনে প্রধান ভূমিকা রাখে?
ক. মাছ খ. ভাত গ. মাংস ঘ. মিষ্টি কুমড়া
৩। পানি ও বায়ু কোন ধরনের পদার্থ?
ক. স্বচ্ছ পদার্থ খ. ঈষৎ স্বচ্ছ গ. অস্বচ্ছ পদার্থ ঘ. স্বচ্ছ ও অস্বচ্ছ পদার্থ
৪। বালি ও লোহার গুঁড়োর মিশ্রণ থেকে কী দিয়ে তুমি লোহার গুঁড়োকে আলাদা করবে?
ক. লোহার দণ্ড খ. দস্তার দণ্ড গ. কপার দণ্ড ঘ. চুম্বক দণ্ড
৫। পৃথিবীর প্রকৃত আকার কেমন?
ক. গ্লোব আকৃতির খ. সিলিন্ডারের মতো গ. বলের মতো ঘ. ডিম্বাকৃতির
৬। বেশি ভিটামিন ও মিনারেল পাওয়ার জন্য তুমি নিচের কোন সারির খাদ্যগুলো বেশি খাবে?
ক. ফল ও সবজি খ. দুধ ও মাখন গ. রুটি ও ভাত ঘ. মাছ ও মাংস
৭। নিচের কোন সারির দুটি উদ্ভিদে ফুল হয় না?
ক. আম, জাম খ. কলা গ. শৈবাল, ছত্রাক ঘ. সাইকাস, পাইনাস
৮। নিচের কোন মাধ্যমটি এক প্রান্ত হতে অন্য প্রান্তে দ্রুত তথ্য বা সংবাদ প্রেরণ করতে ব্যবহার করা হয়?
ক. ক্যামেরা খ. ইন্টারনেট গ. ডিস এন্টেনা ঘ. রিমোট কন্ট্রোল
৯। অনেক তথ্য অল্প জায়গাতে এবং সহজে বহন করার জন্য তুমি নিচের কোন যন্ত্রটি ব্যবহার করবে?
ক. পেনড্রাইভ খ. সিডি গ. ভিসিডি ঘ. ল্যাপটপ।
১০। নিচের কোনটি কৃষি ক্ষেত্রের প্রযুক্তি?
ক. কম্পিউটার খ. পাওয়ার টিলার গ. এক্স-রে মেশিন ঘ. ফ্যাক্স
১১। কোনটি প্রযুক্তির দ্বারা প্রভাবিত নয়?
ক. শিক্ষা খ. কৃষি গ. যাতায়াত ঘ. দিন ও রাত্রির দৈর্ঘ্য
১২। তুমি তোমার এলাকার মানুষকে নিচের কোন রং এর নলকূপের পানি পান করতে নিষেধ করবে?
ক. সবুজ খ. লাল গ. নীল ঘ. আকাশী
১৩। নিচের কোন লক্ষণটি দেখে তুমি বুঝবে একজন লোক সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে?
ক. ক্ষুধা লাগা খ. ঘাম হওয়া গ. নাক দিয়ে পানি ঝরা ঘ. চুলকানি হওয়া
১৪। কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. পানি খ. বায়ু গ. প্রাকৃতিক গ্যাস ঘ. সৌরশক্তি
১৫। নিচের কোন প্রাণীটি কম পানি খেয়ে বাঁচতে পারে?
ক. সাদা ভালুক খ. জেবরা গ. উট ঘ. ভেড়া
সঠিক উত্তর: ১. ক ২. খ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. ক ৭. গ ৮. খ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. গ।
# বহুনির্বাচনী যোগ্যতাভিত্তিক প্রশ্নে যদি এমন হয়:
১২। তুমি তোমার এলাকার মানুষকে নিচের কোন রং এর নলকূপের পানি পান করতে নিষেধ করবে?
ক. সবুজ খ. লাল গ. নীল ঘ. আকাশী
এই প্রশ্নটি মন দিয়ে পড়লে উত্তরটি খুব সহজেই তোমার মনে এসে যাবে। কারণ, তুমি পাঠ্যবইতে পড়েছো নলকূপে লাল রং চিহ্ন দেওয়া নলকূপের পানিতে আর্সেনিক রয়েছে। তাই এ পানি পান করা নিরাপদ নয়। ঠিক এ ব্যাপারটি বাস্তবে তোমার এলাকার নলকূপের মধ্যেও দেখতে পাবে।
এখন তো খুব সহজেই তুমি উত্তরটা পেয়ে গেলে! অর্থাৎ সঠিক উত্তরটি হবে: (খ) লাল।
# ৪ নম্বর কাঠামোবদ্ধ উত্তর প্রশ্নে ১০টির মধ্যে ৮টির উত্তর লিখতে হবে। প্রথম ক ও খ প্রশ্ন দুটি যোগ্যতাভিত্তিক। এ দুটি প্রশ্ন অবশ্যই উত্তর করতে হবে। দুটি প্রশ্ন যদি এমন থাকে—
ক) বায়ু দুষণের পাঁচটি কারণ উল্লেখ কর।
খ) সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার ছোট ভাই মবিনকে কী উপদেশ দেবে তার পাঁচটি বাক্যে লেখ।
দুটি কাঠামোবদ্ধ প্রশ্নের নমুনা উত্তর নিচে দেওয়া হলো:
৪। ক) বায়ু দূষণের কারণ—
১. ইটের ভাটা থেকে কালো ধোঁয়া নির্গত হওয়া
২. কলকারখানা ও যানবাহনের কালো ধোঁয়া নির্গত হওয়া
৩. রাস্তাঘাটে, নদীনালায়, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা
৪. কয়লার ব্যবহার বৃদ্ধি পাওয়া
৫. রান্নার কাজে কাঠের জ্বালানি ব্যবহার করা
(এছাড়াও বায়ু দূষণের যে কোন গ্রহণযোগ্য কারণ লিখলে পূর্ণ নম্বর পাবে)
খ) সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য উপদেশ হিসাবে আমার ছোট ভাই মোবিনকে—
১. পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলবো
২. যেখানে সেখানে কফ, থুতু ফেলতে নিষেধ করবো
৩. হাচি, কাশি হলে মুখে হাত বা রুমাল দিয়ে ঢাকতে বলবো
৪. জামা-কাপড়, বালিশ, বিছানা, চাদর ইত্যাদি পরিষ্কার রাখতে বলবো।
(এছাড়াও সংম্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য যে কোন গ্রহণযোগ্য কারণ লিখলে পূর্ণ নম্বর পাবে)।
শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা