এইমাত্র পাওয়া

  • কাপ জিতেই ছাড়ব, জন্মদিনে শপথ মেসির
  • প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জুলাইয়ে, থাকছে ৬০% নারী কোটা
  • ঝালকাঠিতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা’র দোয়া ও ইফতার অনুষ্ঠান
  • ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার
  • দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি অথবা বজ্রবৃষ্টি হতে পারে
  • ফাঁটা পায়ের যত্নে কিছু পরামর্শ !!
  • ডায়াবেটিস রোগীরা কি রোজা রাখতে পারবে?
  • ওজন কমাবে কালো জিরা
  • হলুদ দাঁতের সমস্যা সমাধান করুন নিমিষেই
  • কিশিমিশের পানি খেলে যে উপকার পাবেন
Updated

খবর লাইভ

বিসিএসে এখান থেকে ৫-৭ মার্ক নিশ্চিত কমন পড়বে

17 September 2016 03:09:44 AM 15817069 ভোট:5/5 2 Comments
Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Active
বিসিএসে এখান থেকে ৫-৭ মার্ক নিশ্চিত কমন পড়বে

বিষয় - বাংলাদেশ (১৯৪০-১৯৭০) - এই টপিকস্ থেকে ৩-৫ নম্বর কমন পড়বে
১. লাহোর প্রস্তাব কবে পেশ করা হয় - ২৩মার্চ,১৯৪০
২. বাংলার প্রথম মুখ্যমন্ত্রি/ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রি কে? - এ,কে, ফজলুল হক। (শেষ মুখ্যমন্ত্রি - হোসেন শহিদ সোহরাওয়ার্দী)
৩. বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় - ১৯৪৩ (১৩৫০ বঙ্গাব্দ)
৪. ভারতের সর্বশেষ গভর্নর / স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল - লর্ড মাউন্টব্যাটেন।
৫. পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে করেছিলেন - ধীরেন্দ্রনাথ দত্ত( ২৩ ফেব্রুয়ারা, ১৯৪৮)
৬. “সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ” – কবে গঠিত হয় - ৩০ জানুয়ারি, ১৯৫২।
৭. ৫২ এর ভাষা আন্দোলনের সময় তৎকালীন পাকিস্তানের জনসংখ্যার শতকরা কতভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা - ৫৬%
৮. বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্টিত হয় - ২৩জুন,১৯৪৯।
৯. যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে - ৩ এপ্রিল, ১৯৫৪। (গঠিত হয় ৪ ডিসেম্বর ১৯৫৩)
১০. যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা কী ছিল - ‘বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা’
১১. ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ববাংলার প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি আসনের মধ্যে কয়টি লাভ করে - ২২৩টি।
১২. যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক - নৌকা
১৩. আওয়ামীলীগের প্রতিষ্টাকালীনসময়ে শেখ মুজিবুর রহমান কী ছিলেন -যুগ্ন সম্পাদক
১৪. পাকিস্তানের শাসনতন্ত্র/ সংবিধান কার্যকর হয় - ২৩মার্চ,১৯৫৬
১৬. পূর্ব বাংলার নাম কবে পূর্ব পাকিস্তান হয় - ২৩ মার্চ/১৯৫৬।
১৭. বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় - ২৩ মার্চ,১৯৫৬
১৮. পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয় - ৭অক্টোবর , ১৯৫৮,
১৯. কেন্দ্রীয় শহিদ মিনার আনুষ্টানিক ভাবে উদ্ভোধন করা হয় - ২৩ ফেব্রুয়ারি,১৯৫২।
২০. ঐতিহাসিক ৬ দফা কে, কবে, কোথায় ঘোষণা করেন?- ৫ফেব্রুয়ারি ১৯৬৬, শেখমুজিবুর রহমান, লাহোরে।
২১. ৬দফার প্রথম দফা কি ছিল- স্বায়ত্তশাসন।
২২. আগড়তলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় - ৩জানুয়ারি, ১৯৬৮,
২৩. আগড়তলা ষড়যন্ত্র মামলার মোট আসামী কতজন - ৩৫ ( প্রধান আসামী শেখমুজিবুর রহমানসহ)
২৪. আগড়তলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল - “রাষ্ট্রদোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য ”
২৫. আগড়তলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় - ২২ফেব্রুয়ারি, ১৯৬৯
২৬. শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয়? - ২৩ফেব্রুয়ারি,১৯৬৯। (রেসকোর্স ময়দানে তোফায়েল আহমেদ এই উপাধি দেন)
২৭. শহিদ আসাদ নিহত হয় - ২০ জানুয়ারি,১৯৬৯ (আসাদ দিবস ২০ জানুয়ারি)।
২৮. গণঅভ্যুত্থান দিবস - ২৪ জানুয়ারি।
২৯. পূর্ব পাকিস্তানের নামকরণ “বাংলাদেশ” করা হয় কবে- ৫ডিসেম্বর, ১৯৬৯। (বঙ্গবন্ধু এই নাম রাখেন)
৩০. পাকিস্তানের প্রথম সাধারন নির্বাচন কবে অনুষ্টিত হয় - ৭ ডিসেম্বর, ১৯৭০
৩১. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগ পূর্বপাকিস্তানের জাতীয় পরিষদের কতটি আসনে জয়ী হয় - ১৬৭ (১৬৯ এর মধ্যে)
৩২. ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে আওয়ামীলীগ কতটি আসন পায় - ২৮৮ টি (৩০০টির মধ্যে)।
৩৩. ভাষা আন্দোলনের সময় পূর্ববাংলার মূখ্যমন্ত্রি ছিলেন - নুরুল আমীন
৩৪. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রি ছিলেন - খাজা নাজিমউদ্দিন।
৩৫. আগড়তলা ষড়যন্ত্র মামলার আসামী সার্জেন্ট জহুরুর হককে গুলি করে হত্যা করা হয় কবে- ১৫ফেব্রুয়ারি,১৯৬৯।


নিচের টপিকস থেকে ১ থেকে ২ নাম্বার কমন পড়বে


১/ গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয় - ৩২০ খ্রিঃ।
২/ গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল - ৩২০-৫৫০ খ্রিঃ।
৩/ গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা - ১ম চন্দ্রগুপ্ত (শ্রী-গুপ্ত)।
৪/ গুপ্তযুগে বঙ্গের ভাগ কয়টি ছিল - দুটি।
৫/ গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা ছিলেন - ১ম চন্দ্রগুপ্ত।
৬/ ১ম চন্দ্রগুপ্তের উপাধি ছিল - রাজাধিরাজ।
৭/ গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা - সমুদ্রগুপ্ত।
৮/ সমূদ্রগুপ্ত সিংহাসনে আরোহন করেছিল - ৩৩৫ খ্রিঃ।
৯/ সমূদ্রগুপ্ত বছর রাজ্য শাসন করেন - ৪৫ বছর (৩৮০ খ্রিঃ পর্যন্ত)।
১০/ সমূদ্রগুপ্তের পিতা ছিলেন - ১ম চন্দ্রগুপ্ত।
১১/ মহাকবি কালিদাস সভাকবি ছিলেন - ২য় চন্দ্রগুপ্ত রাজার।
১২/ বিক্রমাদিত্য উপাধী ছিল - ২য় চন্দ্রগুপ্ত।
১৩/ ২য় চন্দ্রগুপ্ত-এর রাজত্বকাল ছিল - ৩৮০-৪১৩ খ্রিঃ।
১৪/ অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃস্টি - গুপ্তযুগের।
১৫/ গুপ্ত বংশের কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হত - সমুদ্রগুপ্তকে।
১৬/ সর্ব প্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন - ফা-ইয়েন।
১৭/ ফা-হিয়েন কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমন করেন - ২য় চন্দ্রগুপ্ত।
১৮/ ফা-হিয়েনের ভারত পরিভ্রমনের কারণ কি ছিল - বৌদ্ধ ধর্মপুস্তক।‘বিনায়াপিটক’ এর মূল রচনা সংগ্রহ করা।
১৯/ ফা-হিয়েন কত বছর ভারতবর্ষে অবস্থান করেন - তিন বছর।
২০/ গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন - স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসনে।
২১/ কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন - খ্রীস্টপূর্ব ৩২৭ অব্দে।
২২/ আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন - এরিস্টটল।
২৩/ স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন - শশাঙ্ক।
২৪/ গৌড় রাজ্য প্রতিষ্ঠিত হয় - ৬০৬ সালে।
২৫/ গৌড় রাজ্যের রাজধানীর নাম ছিল – কর্ণসুবর্ণ।
২৬/ গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন - শশাঙ্ক।
২৭/ গৌড় বংশের শক্তিশালী রাজা ছিলেন - শশাঙ্ক।
২৮/ শশাঙ্কের রাজধানী ছিল – – কর্ণসুবর্ণ।
২৯/ শশাঙ্কের উপাধি ছিল – – মহাসামন্ত।
৩০/ হিউয়েন সাঙ বৌদ্ধধর্মের নিগ্রহকারী হিসেবে অবিহিত করেছেন – – শশাংঙ্ককে।
৩১/ শশাঙ্কের পর গৌড় রাজ্য দখল করেন – – হর্ষবর্ধন।
৩২/ আরবরা সিন্ধু আক্রমন করে – – ৭১২ খ্রিষ্টাব্দে।
৩৩/ পাল বংশের প্রতিষ্ঠাতা - গোপাল।
৩৪/ গোপালের রাজত্বকাল ছিল - ৭৫০ থেকে ৭৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০ বছর।
৩৫/ পাল বংশের রাজাগণ বাংলায় কত বছর রাজত্ব করেছেন - প্রায় চারশ বছর।
৩৬/ পাল রাজারা যে ধর্মাবলম্বী ছিলেন - বৌদ্ধ।
৩৭/ বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ - পাল বংশ।
৩৮/ পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে - ধর্মপাল।
৩৯/ গোপালের পরে বঙ্গ দেশের সিংহাসনে আসীন হন - ধর্মপাল।
৪০/ ধর্মপাল বৌদ্ধ ধর্মপ্রসারে যে মন্দির স্থাপন করেন - ১০৭ মন্দির সম্পন্ন বিক্রমশীলা বৌদ্ধ বিহার, পাহাড়পুরের সোমপর বিহার, ময়নামতি বিহার ইত্যাদি।
৪১/ ধর্মপালের রাজত্বকাল ছিল - ৭৭০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দে পর্যন্তু ৪০ বছর।
৪২/ নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা - ধর্মপাল।
৪৩/ লৌসেন (Lausen) হলো - রাজা দেবপালের (৮১০-৮৫০ খ্রিঃ) সেনাপতি।
৪৪/ উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয় - দেবপালের শাসনামলকে।
৪৫/ পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে - ১১২৪ খ্রিষ্ঠাব্দে।
৪৬/ চন্দ্রবংশের শাসনকাল বিস্তৃত ছিল - ১০ম- ১১শ শতক পর্যন্ত।
৪৭/ চন্দ্রবংশের প্রথম শক্তিশালী রাজা - ত্রৈলোক্যচন্দ্র।
৪৮/ পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ উপাধী ছিল - শ্রীচন্দ্রের।
৪৯/ শ্রীচন্দ্র রাজত্ব করেছেন - ৯৩০-৯৭৫ খ্রিঃ সময় পর্যন্ত।
৫০/ বেদ রাজবংশের রাজাদের রাজধানী ছিল - দেবপর্বত।
৫১/ দেবপর্বত অবস্থিত - কুমিল্লার ময়নামতি পাহাড়ের দক্ষিনাংশে।
৫২/ সেন বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা - সামন্ত সেন।
৫৩/ সেন রাজাদের পূর্ব পুরুষগণ যে দেশের অধিবাসী ছিলেন - দাক্ষিণাত্যের কর্ণাটক।
৫৪/ সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম রাজা - বিজয় সেন।
৫৫/ সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট - বিজয় সেন।
৫৬/ যার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীন আসে - বিজয় সেনের।
৫৭/ বিজয় সেনের রাজত্বকাল বিস্তৃত ছিল - ১০৯৮-১১৬০ খ্রিঃ সময় পর্যন্ত।
৫৮/ বিজয় সেনের দ্বিতীয় রাজধানী ছিল - ঢাকা জেলার বিক্রমপুরে (রামপাল)।
৫৯/ কৌলিন্য প্রথার প্রবর্তক - বল্লাল সেন।
৬০/ সেন রাজাদের মধ্যে গৌড়েশ্বর উপাধী ছিল - লক্ষন সেনের।
৬১/ লক্ষন সেনের রাজধানী ছিল - গৌড় ও নদীয়ায়।
৬২/ সেন বংশের অবসান ঘটে - ত্রয়োদশ শতকে।
৬৩/ সেন বংশের সর্বশেষ রাজা - লক্ষন সেন।
৬৪/ বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন - লক্ষন সেন।

আপডেট 17 September 2016 04:09:36 AM
Loading...
advertisement
সর্বশেষ সংবাদ
এ বিভাগের সর্বশেষ