কখনও মুখে নিজেদের সম্পর্কের কথা জাহির না করলেও রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ বলিউডের সবচেয়ে চর্চিত জুটি। তবে বছরের গোড়ার দিকে ক্যাট ও রণবীরের ব্রেক আপের খবর আসতেই হতাশ হন তাদের সমর্থকরা। জগ্গা জাসুস ছবিতে একসঙ্গে কাজ করলেও ছবির সেটে দুজনের অস্বস্তি কারোও চোখ এড়ায়নি। শুধুমাত্র কাজের জায়গাটুকু ছাড়া আর কোনও রকম কথোপকথন ছিল না দুজনের মধ্যে।
কিন্তু ফের একবার অভিনেতা জুটির ভক্তদের জন্য খুশির খবর, মিডিয়া রিপোর্ট বলছে, ফের নাকি সম্পর্কে ফিরছেন রণবীর ও ক্যাটরিনা। রণবীর ও ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্র নাকি রণবীর ও ক্যাটরিনার ফের এক হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে। সূত্রের খবর, গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত দেখা করছেন রণবীর ও ক্যাটরিনা। যতদূর সম্ভব নিজেদের এই প্যাচ আপাতত ব্যক্তিগত রাখার চেষ্টা করছেন দুজনেই।
Loading...
advertisement