আপনি আছেন » প্রচ্ছদ » খবর

বাগদাদে আইএসএর হামলা নিহত ৭ জন

ইরাকে রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত একটি হাসপাতালের কাছে সোমবার রাতে গাড়িবোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। ইসলামিক স্টেট জিহাদি গ্রুপ এ হামলা চালানোর দাবি করেছে। পুলিশ একথা জানায়।
গত জুলাই মাসে যেখানে এক ভয়াবহ বোমা হামলায় তিন শতাধিক লোক নিহত হয় ঠিক তার কাছেই এ বিস্ফোরণ ঘটানো হয়। ইরাকের রাজধানীতে সেটি ছিল এযাবৎ কালের মধ্যে সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা।
পুলিশ জানায়, মধ্যরাতের কিছু সময় আগে বাগদাদের পার্শ্ববর্তী কারান্দায় বিস্ফোরক ভর্তি একটি ভ্যান গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। এতে পার্শ্ববর্তী কয়েকটি দোকানে আগুন ধরে যায়।
পুলিশের এক কর্নেল প্রাথমিকভাবে সেখানে এ হামলার ঘটনায় সাতজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হওয়ার কথা জানান। আব্দেল মাজিদ হাসপাতালের কাছে এটির বিস্ফোরণ ঘটানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষণ সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, আইএসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে সেখানে হামলা চালানোর দাবি করে বলা হয়, শিয়াদের লক্ষ্যকরে এ হামলা চালানো হয় এবং বিবৃতিতে তারা আরো হামলা চালানোর হুমকি দিয়েছে।