আপনি আছেন » প্রচ্ছদ » খবর

যে মানুষের হাতে পায়ে মোট ৩১ আঙুল!

একজন স্বাভাবিক মানুষের হাতে-পায়ে মোট ২০টি আঙুল থাকে—কথাটা আমরা সবাই জানি। কিন্তু এর ব্যতিক্রমও আছে। বংশানুক্রমিকভাবেই কারো হাতে ২২টি বা ২৩টি আঙুল থাকার নজিরও বিরল নয়।

কিন্তু ৩১টি আঙুল! চীনের হুনান প্রদেশের এক দম্পতির একমাত্র ছেলে জন্মেছে এই ৩১ আঙুল নিয়ে। ডেইলি মেইলের খবর অনুযায়ী, শিশুটির বয়স এখন তিন মাস। আর তিন মাসের শিশুটির দুই হাতেই আছে ১৫টি আঙুল। পায়ে আরো ১৬। সব মিলিয়ে ৩১ আঙুলের অধিকারী সে।

যদিও প্রি-ন্যাটাল স্ক্যানে এমন কোনো অস্বাভাবিকতার আভাস ছিল না বলে জানিয়েছন শিশুটির মা-বাবা। যে কারণে সন্তানের জন্মের পর বিস্ময়ের মাত্রা কয়েক গুণ বেড়ে যায় চীনা দম্পতির।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের মাধ্যমে বাড়তি আঙুলগুলো সরিয়ে দেবেন তাঁরা। শিশুটির মা-বাবারও চাওয়া সেটিই। তাঁরা মনে করছেন, এই বাড়তি আঙুলগুলো সন্তানের জন্য অভিশাপ বয়ে আসবে। তাই যত দ্রুত সম্ভব ছেলের হাতের আঙুল সরিয়ে ছেলেকে স্বাভাবিক জীবন দিতে চান তাঁরা।