আপনি আছেন » প্রচ্ছদ » খবর

'১০টি পরমাণু বোমা বানানোর প্লুটোনিয়াম আছে উত্তর কোরিয়ার কাছে'

দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়া এ পর্যন্ত প্রায় ৫০ কেজি প্লুটোনিয়াম উৎপাদন করছে যা দিয়ে ১০টি পরমাণু বোমা বানানো যাবে। ২০১৬ সালের প্রতিরক্ষা বিষয়ক শ্বেতপত্রে দক্ষিণ কোরিয়া এ তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, ২০১৪ সাল পর্যন্ত উত্তর কোরিয়ার হাতে ৪০ কেজি বোমা বানানোর উপযুক্ত প্লুটোনিয়াম ছিল।  এছাড়া, পিয়ংইয়ং উল্লেখযোগ্য পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম যা দিয়ে পরমাণু বোমা বানানো যাবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায় নি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

উত্তর কেরিয়ার নেতা কিম জং উন নতুন বছরের বক্তৃতায় ঘোষণা করেছিলেন, তার দেশ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে যা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে। সম্প্রতি দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো সময় এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার রোববার বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আমেরিকার জন্য মারাত্মক হুমকি এবং পরীক্ষা চালালে তা ভূপাতিত করা হবে।