আপনি আছেন » প্রচ্ছদ » খবর

যেভাবে মোবাইল সিম রেজিট্রেশন করবেন অনলাইনে

এবার ঘরে বসে অনলাইনেই মোবাইল সিম রেজিট্রেশনের কাজ সেরে ফেলা যাবে। এর ফলে ঘোষিত নতুন নির্দেশ অনুযায়ী গ্রাহককে কাস্টমার সার্ভিসে গিয়ে আর লম্বা লাইন দিতে হবে না।

তবে প্রাথমিকভাবে শুধুমাত্র বাংলালিংক গ্রাহকরা এই সুবিধাটি পাবেন। ধীরে ধীরে অন্য মোবাইল অপারেটরেও অনলাইনে মোবাইল সিম রেজিট্রেশনের প্রক্রিয়া শুরু হবে বলা জানা গেছে। নতুন-পুরনো প্রায় সব সিমের ক্ষেত্রেই রেজিট্রেশন করতে হবে।

তবে কর্পোরেট ও এসএমই গ্রাহকদের নতুন করে তথ্য হাল নাগাদের প্রয়োজন নেই বলে জানিয়েছে বাংলালিংক কর্তৃপক্ষ। অনলাইনে মোবাইল সিম রেজিট্রেশনে আপনার তথ্য হালনাগাদের জন্য প্রথমে এখানে ক্লিক করুন। তারপর আপনার মোবাইল নাম্বার লিখে পরবর্তী ঘরে সিকিউরিটি কোডটি টাইপ করুন। পরবর্তী ধাপে আপনাকে একটি ফরম দেয়া হবে। সেটি পূরণ করে পাঠিয়ে দিলেই আপনার সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।