আপনি আছেন » প্রচ্ছদ » খবর

নোকিয়ার নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন P1

নোকিয়ার নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন এর রূপে নোকিয়া P1 স্মার্টফোন কে লঞ্চ করা যেতে পারে। আপনারা সবাই জানেন যে গত মে মাসে নোকিয়া কোম্পনি ফোন ও ট্যাবলেট বানানোর জন্য ফক্সকোন ও HMD সাথে যৌথভাবে কাজ করেছে।আর এখন বলা হচ্ছে যে, কোম্পানী তার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের শীঘ্রই লঞ্চ করবে. আজ একটি প্রেস রেন্ডার এ বলা হয়ে ছে যে নোকিয়া নিজের নতুন অ্যানড্রইড স্মার্টফোন এর থেকে পর্দা সরিয়ে ছে. যার নাম নোকিয়া P1. বলে দি যে এই স্মার্টফোন কে ইনফোকাস ও শার্প এর Engineers রা তৈরি করে ছে. এছাড়াও এখানে বলা হচ্ছে যে এই স্মার্টফোনটির ছবি শার্প এর Aquos P1 সাথে মেলে। এর আগে যা খবর আসছিলো যে নোকিয়া নিজের প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন এর হিসাবে নোকিয়া C1 কে বাজারে নামাতে পারে। কিন্তু আবার আশা নতুন খবর এ সেই আশা তা শেষ হতে যাচ্ছে। নোকিয়া অ্যান্ড্রয়েড ফোন হিসেবে এখন আমাদের সামনে এলো P1 এর একটি ছবি. আবার সবার নজর নোকিয়া র নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের উপর.