আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ব্যাটরি ছাড়াই চলবে এই স্মার্টফোন, চার্জের দিন কি শেষ?

 ব্যাটারিই লাগবে না এই মোবাইলে। ফলে মোবাইল চার্জারের দিন বোধ হয় শেষ হতে চলেছে। এরকমই এক মোবাইল তৈরি করে ফেললেন মার্কিন গবেষকরা। মোবাইল অথচ ব্যাটারি নেই! তাহলে চলবে কীভাবে ওই মোবাইল? বিজ্ঞানীরা বলছেন আশপাশের আলোকতরঙ্গের সহা‌য্যেই চলবে ওই মোবাইল। এনিয়ে গত ১ জুলাই একটি গবেষণাপত্রওএ প্রকাশ করা হয়েছে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলের সদস্য ড. শ্যাম গোল্লাকাট্টা জানিয়েছেন, ব্যাটারি বিহিীন একটি মোবাইল হ্যান্ডসেট আমরা তৈরি করেছি। ওই মোবাইলটি চালাতে কোনও ব্যাটারি শক্তিই লাগবে না।

শ্যাম গোলাকাটা আরও জানিয়েছেন, আলোকতরঙ্গ থেকে শক্তি নিয়ে মোবাইল বেস স্টেশন থেকে ৩১ ফুট দূর প‌র্যন্ত কথা বলা ‌যাবে। এমনকি এই মোবাইল দিয়ে স্কাইপেও কল করা ‌যাবে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার ও ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, মাইক্রোফোনের শব্দতরঙ্গকে শ্রবণ‌যোগ্য সাংকেতিক সিগন্যালে পরিণত করে ফেলবে। পাশাপাশি কোনও কল সিসিভ করার ক্ষেত্রে ঠিক এর উল্টোটাই করবে নতুন এই মোবাইল ফোন।