আপনি আছেন » প্রচ্ছদ » খবর

‘‌লাভ বাইটস’ এর দাগ মুছে ফেলবেন যেভাবে

আদরের দাগ মাঝে মধ্যেই অস্বস্তিতে ফেলে দেয়। প্রেম পর্বের পরে সবার সামনে যাওয়াই মুশকিল, গেলেও রাখ ঢাকের চূড়ান্ত। সব সময় চিন্তা, কেউ যদি দেখে ফেলে। গরমেও গলায় স্কার্ফ বা ফুল স্লিভ জামা ছাড়া গতি নেই। সে চিন্তা কমাতে রয়েছে ঘরোয়া টোটকা। 

• ‌যেখানে রক্ত জমে গেছে, সেখানে বরফ লাগিয়ে রাখতে হবে। দরকার পড়লে তোয়ালেতে এক টুকরো বরফ জড়িয়ে রক্ত জমা জায়গাটির উপর ধরে রাখুন। কিচ্ছুক্ষণ লাগিয়ে রাখলেই কালসিটে কমে যেতে পারে। 

• রক্ত জমাট বাধার ৪৮ ঘণ্টার মধ্যে সেঁক দিলে কাজ হতে পারে। উত্তাপের ফলে রক্ত সঞ্চালন বাড়বে। জমাট বাধা রক্ত ছড়িয়ে পড়ায় লাল ভাব কমে যাবে দ্রুত। 

• নতুন টুথব্রাশ নিয়ে কালশিটের উপর কিচ্ছুক্ষণ ঘষলেও ভাল ফল মিলতে পারে। রক্ত সঞ্চালন এর ফলে বাড়ে। তবে, এই পদ্ধতিতে দাগ কমাতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

• মিন্ট জাতীয় টুথপেস্ট বাড়িতে থাকলে কাজে লাগতে পারে সেটিও। জমাট বাধা রক্তের উপর টুথপেস্ট লাগিয়ে দিলে একটা ঠান্ডা লাগবে, জ্বালা ভাব থাকলে কমে যাবে। রক্ত সঞ্চালন বেড়ে দাগও মিলিয়ে যাবে।

• কালসিটের উপর অ্যালকোহল লাগালেও কাজ হতে পারে। অ্যালকোহল জীবানু নাশক হিসেবেও কাজ করে। তবে, রক্ত জমাট বাধার সঙ্গে সঙ্গে এটি ব্যবহার করতে হবে।

• কয়েন ব্যবহার করেও জমাট রক্তের দাগ মিলিয়ে দেওয়া যায়। দু আঙুলে কালশিটে টেনে ধরে তার ওপর ধীরে ধীরে একটি কয়েন নিয়ে ঘসলে জমাট বাধা রক্ত ছড়িয়ে পড়বে। দাগও মিলিয়ে যাবে। এক্ষেত্রে, কালসিটের উপর মলম গরম করে লাগিয়ে নিলে কাজ হবে দ্রুত।