আপনি আছেন » প্রচ্ছদ » খবর

দেখে নিন এশিয়া কাপে সকল দলের স্কোয়ার্ড

বাংলাদেশ স্কোয়াড
মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ এবং আবু হায়দার রনি।

পাকিস্তান স্কোয়াড
মোহাম্মদ হাফিজ, সোয়াইব মালিক, শহিদ আফ্রিদি, উমর আকমল, সরফরাজ আহমেদ, ইম্মাদ ওয়াসিম, আনোয়ার আলী, বাবর আজম, মোহাম্মাদ নওয়াব, মোহাম্মাদ আমির, ইফতিখার আহমেদ, মোহাম্মাদ ইরফান, রুম্মান রাঈজ, ওয়াহাব রিয়াজ এবং খুররম মঞ্জুর।

ভারতের স্কোয়াড
মহেন্দ্র সিং ধোনি,রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, যুবরাজ সিং, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, আশিস নেহরা, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, পবন নেগি, হরভজন সিংহ, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।

শ্রীলঙ্কা স্কোয়াড  এখনো দল ঘোষণা করেনি (আজ, ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করার কথা)।

সংযুক্ত আরব আমিরাত স্কোয়াড
আমজাদ জাভেদ, মোহাম্মদ কলিম, রোহান মোস্তফা, শাইমান আনোয়ার, মোহাম্মদ শেহজাদ, স্বপ্নিল পাতিল, উসমান মুস্তাক, আহমেদ রাজা, জহির মাকসুদ, মোহাম্মদ নাভিদ, ফারহান আহমেদ, কাদির আহমেদ, মোহাম্মদ উসমান, ফাহাদ তারিক ও সাকলায়েন হায়দার।

হংকং স্কোয়াড 
তানভির আফজাল, আইয়াজ খান, আনশি রাথ, বাবর হায়াত, ক্রিস্টোফার কার্টার, মার্ক চাপম্যান, হাসিব আমজাদ, আদিল মেহমুদ, নাদিম আহমেদ, নিজাকাত খান, কিনচিত শাহ, নিনাদ শাহ, তানভির আহমেদ, ওয়াকাস বারকাত ও ওয়াকাস খান।

ওমান স্কোয়াড
সুলতান আহমেদ, আমির কলিম, আকিব সুলেহরি, আদনান ইলিয়াস, আমির আলী, মুনিস আনসারি, বিল্লাল খান, জতিন্দার সিং, অজয় লালচেতা, মেহরান খান, রাজেস কুমার রানপুরা, সুফিয়ান মেহমুদ, ভাইভাব ওয়াতিগেঙ্কার, জিশান মাকসুদ ও জিশান সিদ্দিকি।

আফগানিস্তান স্কোয়াড
আসগর স্তানিকজাই, নুর আলী জরদান, মোহাম্মদ শেহজাদ, উসমান ঘনি, মোহাম্মদ নবি, করিম সাদিক, শফিকুল্লাহ, রশিদ খান, আমির হামজা, দৌলত জরদান, সাপুর জরদান, গুল্বাদিন নাইব, সামিউল্লাহ শেনওয়ারি, নজিবুল্লাহ জরদান ও ইয়ামিন আহমেদজাই।