আপনি আছেন » প্রচ্ছদ » খবর

আজ তিন বছর পর স্টেডিয়ামে যাচ্ছেন আশরাফুল

সব রকম ক্রিকেটীয় কর্মকান্ডে নিষিদ্ধ হওয়ার ফলে মিরপুরের বিসিবি অফিস, শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, একাডেমি মাঠ ও ইনডোর কোথাও যাওয়া হয়নি তাঁর। প্রিয় সেই সবুজ মাঠে ইচ্ছা থাকলেও যেতে পারেননি।

তবে দ্বিতীয় জীবন পাওয়া আশরাফুল আবারও ফিরছেন তাঁর সেই হারানো ঠিকানায়। জাতীয় দল এবং বিপিএলে আরও দুই বছর নিষেধাজ্ঞা থাকলেও অন্যান্য ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে তাঁর সম্পৃক্ত হতে বাঁধা থাকছে না।

নিষেধাজ্ঞা মুক্ত আশরাফুল দীর্ঘ তিন বছরের বেশি সময় পর মঙ্গলবার দুপুরে যাবেন শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। এই প্রসঙ্গে একটি অনলাইন সংবাদমাধ্যমকে আশরাফুল বলেন,

বেসরকারি একটি টেলিভিশনে অনুষ্ঠান শেষে আজ (মঙ্গলবার) দুপুরে শেরে বাংলায় যাব। সিইও সুজন ভাইয়ের ( নিজামউদ্দীন চৌধুরী) সাথে দেখা করবো।

আশরাফুল আরও জানিয়েছেন নিজাম উদ্দিনের সাথে তাঁর সাক্ষাতের মূল উদ্দেশ্য ব্যক্তিগত উদ্যোগে শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোর অথবা একাডেমি মাঠে প্র্যাকটিস করা যাবে কিনা এই ব্যাপারে অবগত হওয়া। সাবেক এই অধিনায়ক বললেন,

নিষিদ্ধ হবার পরও আমি ক্রিকেট ছাড়িনি। নিজ উদ্যোগে ফিটনেস ধরে রাখার কাজ এবং নিয়মিত ব্যাটিং-বোলিং করেছি। সেটা আমার বাসার কাছেই করেছি। এখন বিসিবির জিম, ইনডোর ও একাডেমি ব্যবহারের অনুমতি পেলে শেরে বাংলায় যাব। অনুশীলনটা আরও পরিপাটি হবে।

এদিকে ১৩ আগষ্ট নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও এখনও বোর্ডের কারো ফোন পাননি আশরাফুল। অবশ্য এতে কোনো আক্ষেপ নেই তাঁর বলেই জানালেন।

এ তিন বছর আমি নিজেই সবার থেকে দূরে ছিলাম। বলতে পারেন, চেনা জানা মানুষজনের কাছ থেকে নিজেকে সড়িয়ে রেখেছিলাম। ফোন নম্বরও পরিবর্তন করেছি। কাজেই আমার নাম্বারও কেউ জানেন না। তাই হয়ত কেউ কল দিতে পারেননি।