আপনি আছেন » প্রচ্ছদ » খবর

টি২০ বিশ্বকাপের পরই আসছে অস্ট্রেলিয়া

নিরাপত্তা নিয়ে বেশ জলঘোলার পর বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক টেস্ট সিরিজটি অনেকটা বাতিলের খাতায় চলে গিয়েছিল। যদিও সিরিজটির ব্যাপারে সম্প্রতি কিছু আশার বাণী এসেছে আইসিসির সভা থেকে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশের পর আশা করা হয়েছিল, শীঘ্রই বাংলাদেশ সফরে আসবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে নিকট ভবিষ্যতে অস্ট্রেলিয়া যে বাংলাদেশ সফরে আসছে না, তা একরকম নিশ্চিতই।

সোমবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও দিলেন একই তথ্য। আগামী বছরের এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি। এই সময়ের মধ্যে বাংলাদেশ সফরে আসা দলটির পক্ষে সম্ভব নয়। সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে জালাল ইউনুস বলেন, বাংলাদেশ সফরে আসতে না পাড়ায় দুঃখ প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড, ‘অস্ট্রেলিয়া আমাদের দেশে খেলতে আসতে পারেনি তাদের সরকারের সতর্কবার্তার কারণে। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং টিম ম্যানেজমেন্ট চেষ্টা করেছে।

এ নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড দুঃখ প্রকাশ করেছেন।’ অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরের সুযোগ পেলেই বহুল কাঙ্ক্ষিত সিরিজটি মাঠে গড়াবে জানিয়ে তিনি আরও বলেন, এপ্রিলের আগে আসার সম্ভাবনা নেই বিশ্বচ্যাম্পিয়নদের, ‘সুযোগ পেলেই বাংলাদেশে এসে খেলে যাবে অস্ট্রেলিয়া। তবে তা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা নেই। কারণ আগামী বছরের এপ্রিলের আগে অস্ট্রেলিয়ার কোনো সময় নেই।’ চলতি মাসে অস্ট্রেলিয়া বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জঙ্গি হামলার দোহাই দিয়ে সফরে আসেনি অস্ট্রেলিয়া। যার কারণে দুটি দলই আপাতত আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরে রয়েছে। আগামী বছরের মার্চ পর্যন্ত নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।