সাজগোজের সময় একটু কাজল না লাগালে কি ভালো দেখায়? কিন্তু এই মৌসুমে কাজল লাগালে তা গরমের কারণে ছড়িয়ে পরে চোখের চারপাশে। দেখতে বিশ্রী লাগে। কিন্তু তাই বলে তো কাজল লাগানো বন্ধ করা যায় না। উপায় খুঁজতে হয় কাজল ছড়ানো বন্ধের। চলুন তবে দেখে নেয়া যাক কাজল ছড়ানো বন্ধ করার দারুণ সহজ উপায়।
প্রথমে ভালো করে মুখ ধুয়ে নিয়ে ত্বক শুকিয়ে নিয়ে কাজল লাগাবেন। এতে করে কাজল লাগানোর সময় ছড়বে না। একটুকরো বরফ ঘষে নিয়ে ত্বক শুকিয়ে কাজল লাগাতে পারেন। এতে অনেকটা সময় কাজল ঠিক থাকবে। কাজল লাগানো হলে চোখের আশেপাশের ত্বকে পাউডার বা ফেইস পাউডার লাগান। পাউডার ত্বকের আদ্রতা শুষে নেবে এবং কাজল ছড়বে না। চোখের নিচের দিকে লাগানো কাজল সব চাইতে বেশি ছড়িয়ে যায়। তাই চোখের নিচে কাজল না লাগিয়ে কালো অথবা গাঢ় রঙের আইশেড দিয়ে চোখ আঁকুন। যাদের ত্বক বেশ তৈলাক্ত তারা সাথে কিছু কটন বাড রাখুন এবং মাঝে মাঝে চোখের আশেপাশের ত্বকের ওপর বুলিয়ে নিন। এতে তৈলাক্ত ত্বকেও কাজল ছড়বে না।