আপনি আছেন » প্রচ্ছদ » খবর

অস্ট্রেলিয়ায় বিমান ভূপাতিত করার পরিকল্পনা ব্যার্থ

অস্ট্রেলিয়ায় বিমান ভূপাতিত করার ‘সন্ত্রাসী পরিকল্পনা নস্যাৎ’ করা হয়েছে। রোববার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানায়। এর আগে ইসলামি জঙ্গিদের সাথে সম্পর্ক থাকার সন্দেহে সিডনীতে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়। খবর এএফপি’র। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সাংবাদিকদের বলেন, ‘বিমান ভ’পাতিত করার সন্ত্রাসী পরিকল্পনা নস্যাৎ করতে গতরাতে একটি বড় ধরনের যৌথ সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালানো হয়েছে।’ এদিকে এই ঘটনার প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার সবগুলো প্রধান আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

ভ্রমণকারীদের লাগেজ ভালভাবে তল্লাশীর জন্য তাদেরকে নির্ধারিত সময়ের দুই ঘন্টা আগেই বিমানবন্দরে আসতে বলা হয়েছে। অভ্যন্তরীণ না আন্তর্জাতিক ঠিক কোন বিমান ভূপাতিত করার পরিকল্পনা করা হয়েছে তা জানা যায়নি। তবে সিডনীর ডেইলি টেলিগ্রাফ পত্রিকা জানিয়েছে, স্থানীয় রুটের কোন বিমানকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ কমিশনার অ্যান্ড্রু কলভিন বলেন, এই ঘটনায় শনিবার সিডনির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়েছে।