পাকিস্তানকে সবক শেখাতে কড়া পদক্ষেপ নরেন্দ্র মোদীর। নওয়াজ শরিফের দেশে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। হার্ট অ্যাটাকের চিকিৎসা করাতেও পাকিস্তানিদের ভারতে আসতে হয়। অথচ সুস্থ হয়ে গিয়েই আবার ভারতের নামে গালাগাল। এটাই বন্ধ করতে ব্যবস্থা নিল মোদী সরকার। পাকিস্তানিদের মেডিক্যাল ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হল। পাক টিভি চ্যানেল জিও নিউজ চ্যানেলের প্রতিবেদনের দাবি, লিভার, কিডনি ও হার্টে অসুখের চিকিৎসা করাতে প্রতিবছর হাজার হাজার পাকিস্তানি ভারতে আসেন। পাক রোগীদের ভিসা দেওয়ার পদ্ধতি আরও কড়া করে দিয়েছে নয়াদিল্লি। আর সেজন্য ভিসা পাচ্ছেন না তাঁরা।
আর এক পাক চ্যানেল দুনিয়া টিভির দাবি, ভিসা পাওয়ার পদ্ধতিতে এত কড়াকড়ি করা হয়েছে, যে গত দুমাস ধরে কোনও পাকিস্তানিই ভিসা পাননি। ভারতের এই পদক্ষেপে ঘুম উড়ে গিয়েছে পাকিস্তানের। সে দেশের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল। ফলে ভারতের উপরেই নির্ভর করতে হয় পাকিস্তানিদের। সেজন্য ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে অনুরোধ করেছে পাকিস্তান। চর তকমা দিয়ে ভারতের প্রাক্তন নৌ সেনা আধিকারিক কুলভূষণ যাদবকে ফাঁসির সাজা দিয়েছে পাক সেনা আদালত। কুলভূষণের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের দেখা করতেও দেওয়া হয়নি। কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ফাঁদ পেতে দুই জওয়ানের মুণ্ডচ্ছেদ করেছে পাক সেনা। এরই পালটা হিসেবে পাকিস্তানিদের মেডিক্যাল ভিসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।