আপনি আছেন » প্রচ্ছদ » খবর

হারলো ভারত, চ্যাম্পিয়ন ইংল্যান্ড

’৮৩-এর লর্ডস ফিরে এল না ভারতীয় ক্রিকেটে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে বিলেতের মাটিতে বিশ্বসেরা হতে হতেও স্বপ্ন অধরা মেয়েদের। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ইংল্যান্ড তোলে ৭ উইকেটে ২২৮। বল হাতে দলকে নেতৃত্ব দেন বাংলার ঝুলন গোস্বামী। ১০ ওভারে মাত্র ২৩ রান দিয়ে তিনি তুলে নেন ৩ উইকেট। দু’টি উইকেট নেন পুনম যাদব। ভারতীয় মেয়েদের দুরন্ত বোলিংয়ের দাপটের সামনে ইংরেজদের হয়ে একমাত্র অর্ধশতরানটি করেন নাটাইল সিভার। ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভাল হয়নি। ৪৩ রানের মধ্যে স্মৃতি মান্ধানা (০) ও অধিনায়ক মিতালি (১৭) ফিরে যান। যদিও ভারতকে লড়াইয়ে ফেরান পরমনপ্রীত কউর ও পুনম রাউত। তাঁদের মধ্যে ৯৫ রানের পার্টনারশিপ হয়।

এর পর হরমনপ্রীত (৫১) ফিরে যান। কিন্তু পুনম দুর্দান্ত খেলে ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। তাঁকে সঙ্গ দেন বেদা কৃষ্ণমূর্তি। দু’জনে মিলে ৫৩ রান যোগ করার পরে পুনমের উইকেট খোয়ায় ভারত। ৮৬ রানের অসাধারণ ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এর পরই সমস্যায় পড়ে ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত মাত্র ৯ রান দূরে থামতে হল ভারতকে। অসাধারণ খেলেও বিশ্বসেরা হওয়া হল না তাঁদের।