গত আট আগস্ট অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সংশোধিত বোলিং পরীক্ষা দিয়েছেন জাতীয় দলের তরুণ পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। বোলিং পরীক্ষার রেজাল্ট হাতে পেলেই আফগানিস্তান সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পরীক্ষার রেজাল্ট হওয়ার কথা আগামী ২২ সেপ্টেম্বর। বিসিবির প্রত্যাশা তাসকিনের রেজাল্ট ইতিবাচক হবে। তার বোলিং পরীক্ষা নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার দুপুরে মিরপুরে সাংবাদিকদের বলেন, আমরা এ ব্যাপারে সবসময়ই ইতিবাচক। অনেক সময় নিয়ে তাসকিন-সানিকে পাঠিয়েছি। তারা অনেক সময় নিয়ে এখানে অনেক কোচের অধীনে কাজ করেছে।
এছাড়া জালাল ইউনুস বলেন, তারা (কোচরা) সবাই সন্তুষ্ট ছিল। কারও কাছ থেকে নেতিবাচক কোনো কথা আমরা শুনিনি। ইতিবাচক ছিল সবাই। এগুলো ক্লিয়ার হওয়ার পর কিন্তু আমরা তাদের পাঠিয়েছি টেস্টের জন্য।’
কবে রেজাল্ট আসবে এমন প্রশ্নে তিনি বলেন, আমরা আশা করছি দুই-এক দিনের মধ্যেই হয়তো জানতে পারবো। ইতোমধ্যে ১২ দিন হয়ে গিয়েছে তাদের বোলিং পরীক্ষার। ১৪ দিনের মাথায় তাদের রেজাল্ট পাওয়ার কথা। সেই হিসাবে আফগানিস্তান সিরিজের আগে ২২-২৩ সেপ্টেম্বরের মধ্যেই সব হয়ে যাওয়া উচিত।’