আপনি আছেন » প্রচ্ছদ » খবর

কুড়িগ্রামে নতুন করে ১৫টি গ্রাম প্লাবিত

ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেতু পয়েণ্টে ধরলা নদীর পানি ৭ সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি বেড়েছে দুধকুমার নদেও। এদিকে ব্রহ্মপুত্রের অববাহিকার ৭টি উপজেলার আরো নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সদর উপজেলার পাঁচগাছি, যাত্রাপুর ও ঘোগাদহ ইউনিয়ন, উলিপুরের হাতিয়া ও বুড়াবুড়ি এবং নাগেশ^রীর নুনখাওয়া ও ভিতরবন্ধ ইউনিয়নের অনন্ত ১৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান নিমজ্জিত হয়েছে। এর মধ্যে পাঠদান বন্ধ রয়েছে ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ে। নদীর ভাঙ্গনে বিলীন হয়েছে ৫টি স্কুল। ঝুঁকির মধ্যে রয়েছে আরো ১৮টি স্কুল। প্রায় ৪ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত রয়েছে।