আপনি আছেন » প্রচ্ছদ » খবর

অর্থ আত্মসাৎ এর অভিযোগে হিসাব রক্ষক দম্পতির বিরুদ্ধে মামলা

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় আইনজীবী সমিতির লক্ষ লক্ষ টাকা আত্মসাৎর অভিযোগে সমিতির হিসাব রক্ষক ভবতোষ বিশ্বাস (৩৬) ও তার স্ত্রী কবরী রানী বিশ্বাস (৩০) এর বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ পলাতক ভবতোষের স্ত্রীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। এ মামলা দুটি করেছেন সমিতির সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ ও প্রভিট ফান্ডের সভাপতি এ্যাড. কামরুল ইসলাম।


থানায় মামলা ও আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, উপজেলার লতারশচিয়ারবন্ধের মৃত নৃপেন রায়ের ছেলে ভবতোষ বিশ্বাস দীর্ঘদিন ধরে দক্ষতার সহিত আইনজীবী সমিতির হিসাব রক্ষকের দায়িত্ব পালন করে আসলেও তিনি সর্বশেষ তিনি বিশ্বাস ভঙ্গ ও প্রতারনা করে ১-১-১৬ থেকে ৩১-৭-১৬ পর্যন্ত সাধারণ ভবিঃ (প্রভিট ফান্ডের) ৩ লক্ষ টাকা গরমিল দেখিয়েছেন। এ ঘটনায় সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ আবুল কালাম আজাদ ও প্রভিট ফান্ডের সভাপতি এ্যাড. কামরুল ইসলাম, পলাতক ভবতোষ বিশ্বাস তার স্ত্রী কবরী বিশ্বাস ও শাশুড়ী গীতা দেবনাথের বিরুদ্ধে ১৭ আগষ্ট থানায় পৃথক দুটি মামলা করেছেন, যার নম্বর ১৭ ও ১৮। মামলা তদন্ত কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এস,আই জহুরুল আলম এ প্রতিনিধিকে জানিয়েছেন আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছে।