আপনি আছেন » প্রচ্ছদ » খবর

হাতীবান্ধায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

হাতীবান্ধা উপজেলায় লাশ দাফন করার জন্য ট্রাক ওভার ক্রসিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শাহিনের (২৫) মৃত্যু হয়। নিহত শাহিন পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়ন নবিনগর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। রবিবার ( ২৮ আগস্ট) হাতীবান্ধা উপজেলা সিঙ্গিমারী ইউনিয়নের শস্য গুদাম নামক এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে নিহত ব্যক্তির আত্বীয় স্বজনের সাথে কথা বলে জানা যায়। উপজেলার বড়খাতা গ্রামে শনিবার সন্ধায় মোশারফ ড্রাইভার (৫০) মারা যায়। মোশারফের বড় ছেলে বাবু (২৫) ঢাকায় থাকার কারনে রবিবার সন্ধায় লাশ দাফন দেওয়ার জন্য পরিবারে লোকজন সিদ্ধান নেয়।

সেই মোতাবেক বাবু ঢাকা থেকে বাস যোগে বাড়ী আসার পথে রংপুরে আসলে বাসটি নষ্ট হয়। বাস নষ্ট হওয়ার কথা বাবু বাড়ীর লোকজনকে ফোনে জানালে নিহত শাহিন রংপুর গিয়ে বাবুকে নিয়ে বাড়ী আসার পথে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের শস্য গুদাম নামক এলাকায় একটি ট্রাককে ওভার কোচিং করতে গিয়ে অপর দিক থেকে আসা আর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে শাহিন মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পরে। ভাগ্যক্রমে বাবু সামান্য আঘাত পেয়ে প্রানে বেচে যায়।

স্থানীয় লোকজন শাহিনকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শাহিনকে মৃত্যু বলে ঘোষনা করেন। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার নাঈমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন! সড়ক দুর্ঘটনার সময় শাহিন মাথায় প্রচণ্ড আঘাত পেলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। হাতীবান্ধা হাইওয়ে থানার সার্জেন মাসুদুল আলম মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন! মোটরসাইকেল আরোহী মৃত্যু শাহিন একটি ট্রাককে ওভার কোচিং করতে গিয়ে অপর দিক থেকে আসা আর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। শাহিনের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।