অ্যাপল আইফোন 7 এ বেশি Ram প্রদান করতে পারে এমন কথাটি হচ্ছে। একটি তাইওয়ানি ওয়েবসাইট, ডিজিটাইমস দ্বারা এ কথা জানানো হয়। প্রাপ্ত তথ্য মতে, নতুন আইফোনের মধ্যে 3GB RAM উপস্থিত হতে পারে। তবে, এই বিষয়আর কোনো তথ্য দেওয়া হয়নি যে আইফোন 7 এর সব সংস্করণের মধ্যে 3GB Ram দেওয়া হবে বা না। এছাড়া ওয়েবসাইট বলেন যে, নতুন অ্যান্ড্রয়েড ফোন এখন আরো বেশি মেমরির সঙ্গে আসবে। শীঘ্রই অ্যান্ড্রয়েড ফোন 4GB -র পরিবর্তে 6GB RAM এর সঙ্গে উপস্থিত হবে। অনেক স্মার্টফোন নির্মাতারা যেমন ওয়ানপ্লাস এবং LeEco ইতিমধ্যে 6GB RAM দিয়ে সজ্জিত ফোন বাজারে চালু করে দিয়েছে।
যদি অ্যাপলের এর বিষয় বলি তো কোম্পানি আইফোন 5 এর সঙ্গে 1GB RAM দিয়ে ছিল, গত বছর চালু হয় আইফোন 6S এবং আইফোন 6S প্লাস এর সঙ্গে কোম্পানি 2GB RAM দিয়ে ছিল। এখন আসা করা হচ্ছে যে কোম্পানি আইফোন 7 এর সঙ্গে 3GB Ram দিতে পারে। এছাড়া নতুন আইফোনে একটি বড় ব্যাটারি, ওয়াটারপ্রুফিং এবং 32GB র বেস স্টোরেজ উপস্থিত হতে পারে। আর সঙ্গে এই ফোন একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ এর সঙ্গে আসতে পারে।