আপনি আছেন » প্রচ্ছদ » খবর

এই বছরই বাজারে আসতে পারে নোকিয়ার ২-৩টি নতুন ডিভাইস

 

প্রায় 2 থেকে 3 নকিয়ার নতুন স্মার্টফোনস এবং এর সঙ্গে একটি ট্যাবলেট ও নোকিয়ার তরফ থেকে এই বছরের শেষে প্রস্তুত হতে পারে। নোকিয়া চীন এর যৌথ ব্যবস্থাপনা দলের সভাপতি Mike Wang বলেন যে "এই ডিভাইস কে যদি এই বছরের শেষ নাগাদ অব্দি যদি লঞ্চ না হলো তো এটি 2017 মধ্যে চালু করা যেতে পারে।"

আপনার যদি মনে না থাকে তালে বলে দি যে, নকিয়া মোবাইল ডিভাইসের বাজারে আবার থেকে ফেরার ঘোষণা এই বছরের মে মাসে করে ছিলেন। নকিয়া বলে ছিল যে তারা HMD সঙ্গে মিলে কাজ করবে। এখানে HMD নোকিয়ার ফোনস কে ডিজাইন করবে। এর সঙ্গে নোকিয়া ফক্সকন এর সঙ্গে মিলে ও কাজ করবে।

এছাড়াও মনে করিয়ে দি যে নোকিয়া তার কিছু নতুন ডিভাইসে কাজ করছে। এগুলোর মধ্যে কিছু প্রিমিয়াম ফোন ও রয়েছে , এই ফোন স্ন্যাপড্রাগন 820 প্রসেসর এর সঙ্গে চালু করা যেতে পারে।সঙ্গে এতে 5.2 ইঞ্চি এবং 5.5 ইঞ্চির QHD OLED ডিসপ্লে হবে। এর সঙ্গে এতে 22.6MP ক্যামেরা হতে যাচ্ছে এবং স্মার্টফোন অ্যান্ড্রয়েড 7.0 সঙ্গে বাজারে আসবে।