পুদিনা পাতা কুচি কুচি করে কেটে, তার ওপর চায়ের লিকার ঢেলে দিন। মিশ্রণটিকে হতে দিন সম্পূর্ণ ঠাণ্ডা। এরপর, ওই মিশ্রণে তুলো ভিজিয়ে নিয়ে, তা চোখের ওপর লাগিয়ে বসে থাকুন। প্রায় আধ ঘণ্টা পুদিনা পাতা এবং চায়ের লিকারের মিশ্রণটিকে চোখের ওপর থাকতে দিন। এরপর ঠাণ্ডা জল দিয়ে চোখ ধুয়ে নিন। বেশ কিছুদিন একইভাবে পুদিনা এবং চায়ের লিকারের মিশ্রণ চোখে লাগান। নিশ্চিত উপকার পাবেন। ডার্ক সার্কেলস বিদায় করতে আমন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। আঙুলে আমন্ড অয়েল নিয়ে, চোখের ওপর হালকা করে ম্যাসাজ করুন। সারা রাত রেখে দিন। পরদিন সকালে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। এইভাবে আস্তে আস্তে প্রতিদিন আমন্ড অয়েল ব্যবহার করলে চোখের নীচের কালি উঠে যাবে। ডার্ক সার্কেলসকে বিদায় জানাতে শশাও ব্যবহার করতে পারেন। ভাল করে ধুয়ে শশা কেটে নিন,এরপর ঠাণ্ডা করতে ফ্রিজে ঢুকিয়ে দিন। ঠাণ্ডা শশা এরপর ২০-৩০ মিনিট চোখের ওপর রেখে দিন।
জল দিয়ে ধুয়ে ফেলুন এরপর। প্রতিদিন নিয়ম করে শশা ব্যবহার করলে সেরে যাবে ডার্ক সার্কেলস। টম্যাটোও ব্যবহার করতে পারেন। টম্যাটোর জুসের সঙ্গে লেবুর রস মেশানl এরপর ওই মিশ্রণ ভাল করে চোখের নীচে ম্যাসাজ করুনl ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ২-৩ সপ্তাহ নিয়ম করে করে দেখুন, উঠে যাবে চোখের নীচের কালি। গোলাপ জলে তুলো ভিজিয়ে চোখের ওপর দিয়ে রাখুন নিয়ম করে। ১৫ মিনিট করে রেখে দিন সেই তুলো। সপ্তাহে ২-৩ করে চোখের ওপর গোলাপ জলের আস্তরণ দিলে, বিদায় নেবে ডার্ক সার্কেলস।