আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ত্বকে সরাসরি এলোভেরা ব্যবহার করলে ত্বক চুলকায়? কি করবেন জানুন

যাদের অ্যালার্জি সমস্যা নাই তাদের অ্যালোভেরা সরাসরি লাগালে মুখের ত্বক চুলকায় না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। তবে যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের হয় তো একটু চুলকানি হতে পারে।কিছুখন পর অবশ্য ঠিক হয়ে যায় ।আমার অ্যালার্জি সমস্যা আছে , অ্যালোভেরা সরাসরি লাগানোর পর আমারও মুখের ত্বক কুটকুটি কামরায় ছিল । কিছুখন পর অবশ্য ঠিক হয়ে যায.....

আর যদি কারো চুলকানি বেশি হয়ে থাকে সে ক্ষেত্রে বাজারে কিনতে পাওয়া যায় এলোভেরা জেল এর টিউব। এই টিউব দিয়ে নিয়মিত মুখ ধুতে পারে।