আপনি আছেন » প্রচ্ছদ » খবর

বাংলাদেশ বনাম শ্রীলংকা ওয়ানডে সরাসরি দেখাবে কোন চ্যানেল?

শ্রীলঙ্কায় বাংলাদেশের ওয়ানডে মিশন শুরু হবে ২৫ মার্চ। এরপর ২৮ মার্চ ও ১ এপ্রিল বাকি দুটি ওয়ানডে খেলবে সফরকারীরা। ওয়ানডে শেষে ৪ ও ৬ এপ্রিল দুটি টি-টোয়েন্টি দিয়ে ৪০ দিনের সফর শেষ করবে মাশরাফি-মুশফিকরা।
বাংলাদেশ ওয়ানডে দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিষ রয়, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরি ও নুরুল হাসান সোহান।

সিরিজের সবকটা ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশি দুই চ্যানেল বিটিভি ও চ্যানেল নাইন। এছাড়া টেন-৩ অর্থাৎ টেন ক্রিকেটেও দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ।