আপনি আছেন » প্রচ্ছদ » খবর

২৩৩ রানে অলআউট আফগানিস্তান

বিসিবি একাদশের বোলারদের শুরুটা ছিল দারুণ। ৪৭ রানে আফগানিস্তানের ৩ উইকেট তুলে নেন তারা। এরপর হাশমতউল্লা শহিদির ৬৯ রানের প্রতিরোধ ও আরো তিনটি ত্রিশের বেশি স্কোরে বলার মতো একটা স্কোর পেয়েছে আফগানরা। 
 
তবে এটি লড়ার মতো কিনা তা নিয়ে সংশয় থাকছে। ফতুল্লায় চলমান একমাত্র প্রস্তুতি ওয়ানডেতে আফগানদের ৪৯.২ ওভারে ২৩৩ রানে অল আউট করেছে বিসিবি একাদশ।
 
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশকে নেতৃত্ব দিচ্ছেন ইমরুল কায়েস। আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্য ঘোষিত ১৩ সদস্যের দলের স্টার সাব্বির রহমান ও অনভিষিক্ত মোসাদ্দেক হোসেন আছেন এই দলে। ব্যাটসম্যানদের দায়িত্ব এবার শুরু।
 
তবে তার আগে তিন ডান হাতি পেসার আলাউদ্দিন বাবু, আবু হায়দার ও শুভাশিস রায় দারুণ পারফর্ম করলেন। ৮.২ ওভারে ৩২ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার আলাউদ্দিন বাবু।
 
 দুটি করে উইকেট আবু হায়দার ও শুভাশিসের। তারা স্বচ্ছন্দে খেলতে দেননি সফরকারীদের। সপ্তম বোলার হিসেবে বল হাতে পেয়ে টিনএজার অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ৩ উইকেট। আসগার স্তানিকজাই ৩১, রশিদ খান ৩০ ও মিরওয়াইজ আশরাফ অপরাজিত ৩২ রান করেছেন।
 
২৫ ও ২৮ সেপ্টেম্বর আফগানিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশের সাথে। ১ অক্টোবর সিরিজের শেষ ম্যাচ। তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।