আশরাফুলের অলরাউন্ডার পরিচয়টা নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয়। নিয়মিত বোলাররা যখন পেরে উঠতেন না তখনই বল হাতে তুলে নিতেন লিটল মাস্টার। নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি নেই। অনুমতি নেই বিপিএল কিংবা আইপিএলের মত টুর্নামেন্ট খেলারও। তবে ঘরোয়া ক্রিকেটে সুযোগ পেয়ে ক্যারিয়ারের শেষ বেলায় বারবার জ্বলে উঠছেন বিপিএল স্পট ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞায় থাকা মোহাম্মদ আশরাফুল।
চলতি সপ্তাহেই মিরপুরে অনূর্ধ্ব ১৯ দলের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেই সেঞ্চুরি হাঁকান আশরাফুল। এবার কোনো প্রস্তুতি ম্যাচ নয়। স্থানীয়ভাবে আয়োজিত টুর্নামেন্ট সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগে রান করার পাশাপাশি ৪ উইকেট দখল করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি। সিরাজগঞ্জ সুপার কিংসের বিপক্ষে ম্যাচটিতে ৫১ রানের জয় পায় আশরাফুলের দল সিরাজগঞ্জ টাইগার্স। ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩২ রান তোলে টাইগার্স। অ্যাশ এদিন খেলেন ৪৩ রানের এক ঝলমলে ইনিংস। তার সঙ্গী ছিলেন জাতীয় দলের অন্যতম সদস্য নাসির হোসেন। তিনিও ৩২ রান করেন।
এরপর বল হাতে দুধর্ষ হয়ে উঠেন আশরাফুল। মাত্র ৯ রানে তুলে নেন ৪ উইকেট। ফলে ৮১ রানেই গুটিয়ে যায় সিরাজগঞ্জ সুপার কিংস। উল্লেখ্য, বিভিন্ন কারণে আলোচিত-সমালোচিত হওয়ায় নিউজিল্যান্ড সফরের দলে স্থান জায়গা হয়নি নাসির হোসেনের। আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আরও দুই বছরের কাছাকাছি সময় অপেক্ষা করত হবে আশরাফুলকে।