চোখের পলকেই ত্রিমাত্রিক দুনিয়ার হাতছানি। খুব কাছে। দেখা যাবে, অনুভব করা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। আর এর ব্যাপক ব্যবহার শুরু হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট দিয়ে। এই ত্রিমাত্রিক হেডসেট দিয়ে সিনেমা দেখা থেকে শুরু করে গেমসও খেলা যাবে। এই হেড সেট আপনি নিজেও তৈরি করতে পারবেন। যদি আপনার কাছে থাকে একটি স্মার্টফোন আর কিছু আনুসঙ্গিক যন্ত্রাংশ থাকে।
যা যা লাগবে
ভালো মানের একটি স্মার্টফোন
কার্ডবোর্ড
দুইটি লেন্স
টেপ
ফিতা
যে ভাবে করবেন
ফ্রিজ কিংবা টেলিভিশনের পুরনো কার্ডবোর্ড নিন। এটি নিচের নকশা অনুযায়ী কাটুন।
এরপর চিত্রের মত করে ভাজ করুন।
ভাজ করার পর এতে জুড়ে দিন দুইটি লেন্স।
লেন্সগুলো দেখতে এরকম
ঠিকঠাক ভাঁজ করলে দেখতে এমনটা হবে
কার্ডবোর্ডে সামনের অংশে স্মার্টফোনটি রাখুন। হেডসেটের মত মাথায় লাগানোর জন্য কার্ডবোর্ডের সঙ্গে একটি রাবারের ফিতা লাগান।
ব্যাস! তৈরি হয়ে গেলো থ্রিডি সিনেমা দেখার যন্ত্র অথাৎ ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট।
থ্রিডি সিনেমা দেখার জন্য অনলাইনে ঘেঁটে অ্যাপস নামিয়ে নিন। উপভোগ করুন থ্রিডি সিনেমা।