যা কলা ! এ আবার কেমন খবর ? ব্যাপারটা আসলে এখনও রয়েছে গবেষণায়৷ তবুও এখনও অবধি গবেষণা থেকে যা যা তথ্য এসেছে সেটা শুনলে অবাক হতে হয়। দীর্ঘদিন ধরে চলছে নাকি গবেষণা। আর গবেষণায় আসা তথ্য অনুযায়ী, পৃথিবীতে আর বেশিদিন নয় কলা ! গবেষকাদের কথায়, কেটে কুটে আর পাঁচ কী দশ বছর। তারপরেই জাস্ট হাওয়া হয়ে যাবে পুষ্টিকর ও সুস্বাদু কলা ! গবেষকরা ঠিক কী বলছেন?
ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের গবষেকরা মনে করছেন, মেটাবলিজমের কারণে, দিন দিন কলা গাছ নানারকম বাজে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হচ্ছে। যা দিন দিন কলা গাছের প্রজনন ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে।
গবেষকদের মতে, হিসেব নিকেশ করে দেখা গিয়েছে পৃথিবীতে কলা গাছের সংখ্যা প্রচুর। গাছগুলি থেকে গেলেও, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে এই গাছগুলি প্রজনন ক্ষমতা হারাবে৷ তাই গবেষকরা মনে করছেন পাঁচ থেকে দশ বছরের মধ্যে কলা একেবারেই লুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।বিজ্ঞানীরা জানিয়েছেন, তিনরকম ব্যাকটেরিয়ায় আক্রান্ত হচ্ছে কলা গাছ। এক হল ইয়েলো সিগাটোকা, ইমুসাই লিফ স্পট ও ব্ল্যাক সিগাটোকা।