আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ভুয়া খবর প্রচার করলেই ধরবে ফেসবুক!

মিথ্যে খবরের প্রচার রুখতে এবার নয়া উদ্যোগ নিয়েছে ফেসবুক। বিভিন্ন তথ্য অনুসন্ধানকারী সংস্থা, যারা এই ধরণের খবরের সত্যতা যাচাই করে, তাদের দেখে দেওয়া খবরগুলিতে ‘ডিসপুটেড’ ট্যাগ লাগিয়ে দেবে ফেসবুক।
বিষয়টি ঠিক কী?


সংস্থার কর্ণধার জানিয়েছেন, যারা ফেসবুক ইউজারদের শেয়ার করা তথ্যের সত্য-মিথ্যা যাচাই করে, অর্থাৎ স্নোপস, লিটিফ্যাক্টের মতো থার্ড পার্টি সংস্থা তাদের আসল-নকল বাতলে দেয়। ফেসবুকই তাদের একাজে নিয়োগ করেছে।
ফেসবুকের হেল্প সেন্টার পাতায় একটি প্রশ্ন যুক্ত করা হয়েছে, ‘ফেসবুকে খবরকে কীভাবে সন্দেহজনক বলে চিহ্নিত করা যায়?’ তবে এই বৈশিষ্ট্য এখনও ভারতের ফেসবুক ব্যবহারকারী হাতে আসেনি। মার্কিন মুলুকে এটি শুরু করেছে ফেসবুক।


এক ট্যুইটার ব্যবহারকারী প্রথম এই বিষয়টি লক্ষ্য করেন। তাঁর শেয়ার করা স্ক্রিনশটের মাধ্যমেই বিষয়টি সামনে আসে। কোন কোন সাইটগুলি ভুল তথ্য পরিবেশন করছে, সেই সম্পর্কেও সেখানে ধারণা পাওয়া গিয়েছে। এছাড়া কিছুদিন আগে হওয়া মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের সময়ও মিথ্যা খবর পরিবেশন নিয়ে শোরগোল পড়েছিল। এসব মাথায় রেখেই ফেসবুক নতুন পদক্ষেপ করেছে।


এর ফলে কোনও তথ্য মিথ্যা বলে ফেসবুক ব্যবহারকারী আশঙ্কা প্রকাশ করলেই তাতে ডিসপুটেড ট্যাগ পড়ে যাবে। কেন তা নকল সেটা তার আগে ব্যবহারকারীকে ব্যাখ্যা করতে হবে। এর ফলে এই ধরনের পোস্ট শেয়ার করার আগে ব্যবহারকারীদের সতর্ক করা হবে।