আপনি আছেন » প্রচ্ছদ » খবর

২ মিনিটেই চার্জ হবে মোবাইল

মাত্র ২ মিনিটে আপনার ফোনের ৭০ শতাংশ চার্জ হবে এবং ১০মিনিটে ফুল চার্জ হবে এরকম এক ধবনের ব্যাটারি আবিস্কারের ঘোষণা দিয়েছে এক দল বিজ্ঞানীরা। শুধু তাই নয় এই ব্যাটারি ২০ বছরেরও বেশি ভালোভাবে সার্ভিস দিবে আপনাকে।

এই ধরনের ব্যাটারি আবিস্কারে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্মার্টফোন নির্মাতারা। কারন এ যাবতকালের সব স্মার্টফোনের একটাই সমস্যা ছিলো,
আর তা হলো চার্জ ধরে রাখা, এবং বার বার চার্জ দেওয়া। এই ব্যাটারির আরও ভালো ফলাফল পেতে ব্যবহার করতে পারেন মটোরোলা টার্বো চার্জার। এই চার্জার দিয়ে চার্জ করলে একটানা ৮ ঘন্টা ব্যবহার করতে পারবেন আপনার ফোন, এমনটাই বলছেন নির্মাতারা।

এই ব্যাটারি নির্মানে ব্যবহার করা হচ্ছে টাইটেনিয়াম ডাই অক্সাইড। যা মাটির উপাদান, এবং সহজলভ্য।

তবে এর থেকেও কম সময়ে অর্থাৎ মাত্র ১ মিনিটে চার্জ হবে এমন ব্যাটারির আবিস্কার হয়েছে বলে জানায় দি গার্ডিয়ান। যার নাম রাখা হয়েছে এল্যুমিনিয়াম ব্যাটারি ।

এলুমিনিয়াম ব্যাটারি নিয়ে বিস্তারিত দেখুন আগামী পর্বে।