বাচ্চাদের পছন্দের ক্রিম রোল রেসিপি
উপকরনঃ
১. পাফ ডোঃ
* ডিম ১টা
* বাটার পরিমাণমতো
* সয়াবিন তেল ৪ টেবিল চামচ
* ময়দা ২ কাপ ২. ক্রিমঃ
* বাটার ১০০ গ্রাম
* ডিমের সাদা অংশ ১টা
* ভেনিলা আধা চা চামচ
* আইসিং সুগার আধা
প্রণালিঃ
একটি ছড়ানো পাত্রে ময়দা, ডিম, সয়াবিন তেল, লবণ ও পানি দিয়ে একসঙ্গে মেখে পরোটার মতো খামির তৈরি করতে হবে। ক্রিম তৈরির জন্য, ডিমের সাদা অংশকে ভালভাবে বিট করে ফোম করে নিয়ে, এতে আইসিং সুগার দিতে হবে। আইসিং সুগার গলে গেলে, বাটার ও ভেনিলা মিশিয়ে ক্রিম তৈরি করতে হবে।
cream 1 পাফ ডো তৈরির জন্য, খামির থেকে রুটির মতো বেলে তার ওপরে বাটার লাগাতে হবে। রুটিগুলোকে ফিতার মতো কেটে রোল ডাইসে পেঁচিয়ে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ২০-২৫ মিনিট বেক করতে হবে। রোলগুলো ঠাণ্ডা হয়ে গেলে ভেতরে ক্রিম দিয়ে পরিবেশন করা যাবে, মজাদার ক্রিম রোল।