নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডের বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন আনার সম্ভাবনা প্রবল। মুশফিকুর রহিমের হ্যামস্ট্রিং ইনজুরির সুবাদে একটা পরিবর্তন অনুমিতই ছিল। মুশফিকের জায়গায় একাদশে আসছেন নুরুল হাসান সোহান।
এর মধ্য দিয়ে ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন আরও দু’জন। তারা হলেন পেসার শুভাশীষ রায় ও লেগ স্পিনিং অলরাউন্ডার তানভির হায়দার।
বোলিংয়ের ছন্দ একটু একটু করে ফিরে পেলেও এখনও শতভাগ ফিট নন মুস্তাফিজ। ফিল্ডিং কিংবা থ্রোইংয়ে আছে অস্বস্তি। তাই ফিজিও ডিন কনওয়ে দ্বিতীয় ওয়ানডেতে মুস্তাফিজকে বিশ্রামে রাখার সুপারিশ করেছে।
তার সুপারিশ মেনে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে, রুবেল হোসেনের মত অভিজ্ঞ আর পরীক্ষিত পেসারকে বসিয়ে রেখে শুভাশীষ রায়ের মানের একজনকে খেলানোর মধ্য দিয়ে আবারও প্রশ্নবিদ্ধ হল টিম ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গী।
তানভির হায়দারের অভিষেক হবে সৌম্য সরকারের জায়গায়। দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভোগা সৌম্যর অ্যাপ্রোচে নাখোশ কোচ চান্দিকা হাতুরুসিংহে। ফলে, আবারও বাদ পড়ছেন তিনি।