আপনি আছেন » প্রচ্ছদ » খবর

প্রস্তুতি ম্যাচে ভালো ব্যাটিং এর নজির গড়লো বাংলাদেশ

আগামী জুনে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর আয়ারল্যান্ডে তিন জাতির সিরিজ খেলার জন্য বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে। সেখানে সাসেক্সে চলছে আসন্ন দুই প্রতিযোগিতার জন্য বাংলাদেশের নিবিড় অনুশীলন। ১০ দিনের এই কন্ডিশনিং ক্যাম্পের মাঝে বাংলাদেশ খেলবে দুইটি প্রস্তুতি ম্যাচ। গতকাল অনুশীলন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ডিউক অব নরফোক। অ্যারুনডেল ক্যাসল ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হয়ে ছিলো বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়। গত কাল সোমবারে ম্যাচে মাশরাফি-সাকিব-মোস্তাফিজ-তামিমবিহীন দলটির নেতৃত্বভার মুশফিকুর রহিমের কাঁধে।আর দায়িত্ব পেয়েই দারুণ জ্বলে ওঠেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে ৩৪৫ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ। বৃষ্টির আগে অবশ্য ভালো জবাব দিচ্ছিল ডিউক অব নরফোক। ১৮ ওভারে কোন উইকেট না হারিয়ে ১০৩ রান তুলেছে দলটি।
তবে, সমর্থকদের হতাশ করে দিয়ে এরপরই নামে বৃষ্টি। বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে, খেলা আর মাঠেই গড়ানো সম্ভব হয়নি। এ কারণে শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচটা বাতিল ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি। দারুণ এক সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক মুশফিক। অধিনায়কচিত ইনিংস খেলে দলের পক্ষে সর্বোচ্চ ১৩৪ রান করে অপরাজিত থাকেন। তাকে ভালো সঙ্গ দিয়েছেন সৌম্য। ৭৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এ উদ্বোধনী ব্যাটসম্যান। এছাড়া ইমরুল কায়েস করেন ৪৪ রান। শেষ পর্যন্ত ৭ উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। উল্লেখ্য, ৫ মে সাসেক্সের মাঠে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।