আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ক্রিকেট অস্ট্রেলিয়াকে তুলোধুনো করলেন আফ্রিদি

বাংলাদেশ সফর স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনা করলেন 'বুম বুম' শহিদ আফ্রিদি। সর্বোচ্চ নিরাপত্তা থাকা সত্ত্বেও সামান্য ইস্যুতে সফর বাতিল হওয়া উচিত হয়নি বলে জানান তিনি। সফররত বাংলাদেশ মহিলা ও পাকিস্তান মহিলা দলের সঙ্গে করাচিতে সাক্ষাতের পাশে এ কথা বলেন তিনি।

ক্রিকেটের দেশগুলোকে ঐক্যবদ্ধ থেকে নিরাপত্তার মোকাবেলা প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলংকার ঐক্যবদ্ধ থাকা এবং এ সকল নিরাপত্তা শংকার মোকাবেলা করা দরকার। যেমন দীর্ঘ দিন যাবত কোন আন্তর্জাতিক দল পাকিস্তান সফরে না আসায় আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি।

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ। ছয় বছরের মধ্যে টেস্ট খেলুড়ে প্রথম দেশ হিসেবে গত মে মাসে পাকিস্তান সফরে আসে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে তারা কেবলমাত্র সীমিত ওভারের সিরিজ খেলে। আফ্রিদি বলেন, 'বাংলাদেশ মহিলা দলের পাকিস্তান সফর শুভ লক্ষন।'

একসময় পাকিস্তান ক্রিকেট কঠিন সময় পার করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, 'পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) প্রচেষ্টায় এখানে ক্রিকেট পুনর্জীবিত হবে এবং তাদের মহিলা দলকে পাঠানোয় বাংলাদেশ সরকারকে আমাদের ধন্যবাদ জানানো উচিত। আমি নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশ পুরুষ দল আসার আগে এটিই অবশ্যই ভালো উদ্যোগ।'