আপনি আছেন » প্রচ্ছদ » খবর

পাকিস্তানের হয়ে আর খেলতে চান না আফ্রিদি!

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বোর্ডের সাথে বেশ ক’দিন হল টানাপোড়েন চলছে দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির। এর সেই সম্পর্কটা এখন এতটাই দাঁ-কুমড়ো যে, পাকিস্তানের হয়েও আর খেলতে চান না আফ্রিদি।

ওয়ানডে আর টেস্ট থেকে অনেক আগেই তিনি বিদায় বলেছেন। টি-টোয়েন্টি থেকে বিদায় না বললেও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই তিনি আছেন দলের বাইরে। অন্যদিকে পিসিবিও আফ্রিদিকে কোনো ফেয়ারওয়েল ম্যাচের সুযোগ দিচ্ছে না।
সব মিলিয়ে চলমান জটিলতায় নতুন বোমা ফাঁটালেন আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আলিনা আসিফ নামের এক ভক্ত শহীদ আফ্রিদিকে জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি কবে আবার পাকিস্তানের হয়ে খেলবেন? সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’

সপাটে তুলে ছক্কা হাঁকানোর মত আফ্রিদি জবাব দিয়ে দেন, ‘পাকিস্তানের সাথে আর নয়!’ শহীদ আফ্রিদি কি ইঙ্গিত করেছেন সেটা আর ভেঙে বলে না দিলেও চলে।