আপনি আছেন » প্রচ্ছদ » খবর

বাংলাদেশের বাছাইপর্বে খেলা লজ্জার -রমিজ রাজা

এবারের টি২০ ফরম্যাটের এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে আগামী ছয় মার্চ ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।কিন্তু এবারের এশিয়া কাপের ফাইনালে খেললেও ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য বাংলাদেশকে বাছাই পর্বের বাঁধা পার করতে হবে।পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে স্টার স্পোর্টসের এক সাক্ষাৎকারে পাকিস্তানের রমিজ রাজা বাংলাদেশকে এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে আখ্যায়িত করেন।তিনি বলেন, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে পরাজিত করে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে উঠে। নিশ্চিতভাবে এশিয়া কাপের দ্বিতীয় সেরা দল বাংলাদেশ।

কিন্তু তারপরও ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাংলাদেশকে বাছাই পর্বের বাঁধা পেরিয়ে খেলতে হবে। যা রমিজের চোখে লজ্জা ছাড়া কিছুই না।তিনি এই নিয়ে বলেন, এটি সত্যিই লজ্জার ব্যাপার যে বাংলাদেশের মত দলকে বাছাই পর্বে খেলতে হচ্ছে। তারা এটার প্রাপ্য নয়। কারন এশিয়া কাপে বাংলাদেশের পারফর্মেন্স অন্যদের থেকে যথেষ্ট ভালো ছিল।বাংলাদেশ দল ৭ মার্চ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা। ৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া বাচাই পর্বে মাশরাফিদের প্রতিপক্ষ নেদারল্যান্ড, ওমান ও আয়ারল্যান্ড।

 

ট্টটি২০ বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের খেলার  সময় সূচি / সময়সূচিঃ
৯ মার্চঃ বাংলাদেশ বনাম নেদারল্যান্ড
১১ মার্চঃ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড
১৩ মার্চঃ বাংলাদেশ বনাম ওমান