আপনি আছেন » প্রচ্ছদ » খবর

লটারি জিতলেই কুমারী মেয়ে পুরস্কার!

লটারি জিতে গরিব থেকে ধনী হয়েছেন অনেকে, অনেককে হতে হয়েছে ভিটেমাটি ছাড়া। পুরো বিশ্বে এমন দেশ নেই যে দেশে লটারির প্রচলন নেই। কিন্তু ব্রাজিলে লটারিতে মিলছে আজব পুরস্কার।

ইতিপূর্বে টিভি, ফ্রিজ, সাইকেল কিংবা নগদ টাকা জেতার কথা তো অনেকেই শুনেছেন। তাই বলে কুমারী মেয়ে? হ্যাঁ, এখানে লটারি জিতলে মেলে কুমারী মেয়ে৷ যদিও এটা চলে সম্পূর্ণ বেআইনিভাবে, পুলিশি নজর এড়িয়ে।

এই খেলাটি বিশেষত তাদের জন্য যারা শিশু বা নাবালিকাদের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করতে পছন্দ করে।

এইভাবে শিশুদের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন একপ্রকার মানসিক রোগ। যাকে মনোবিজ্ঞানের ভাষায় পিডোফাইল বলা হয়।

ব্রাজিলে ৪০ লক্ষ লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। দেহব্যবসার ক্ষেত্রে শিশুদের ব্যবহারে এই দেশ বিশ্বে দ্বিতীয়। এই লটারি ব্যবসা প্রচারে এলেও টনক নড়েনি প্রশাসনের। রমরমিয়ে চলছে লটারির নামে দেহব্যবসা।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন