মেয়েদের কোন কথার কী মানে
‘কিছু না’, ‘যাই হোক’ অথবা ‘ঠিক আছে’ এ ধরনের কথা মেয়েদের মুখে হরহামেশাই শোনা যায়। কথাগুলো শুনলে প্রথমে বিষয়টি স্বাভাবিকই মনে হয়। কিন্তু সাবধান! মেয়েদের এ ধরনের কথার ফাঁদে ভুলেও পা দেবেন না। কারণ তারা যখন এমন কথা বলে তখন এর মানে মাঝে মাঝে উল্টোটাও হতে পারে। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় মেয়েদের কিছু কথার আসল মানে দেওয়া হয়েছে। আপনি চাইলে কথাগুলোর মানে জেনে নিতে পারেন, কাজে লাগবে :
- কোনো একটি প্রশ্ন করার পর যখন আপনার প্রেমিকা বা স্ত্রী বলবে ‘কিছু না’ তখনই সাবধান হয়ে যান। তার গলার স্বর বোঝার চেষ্টা করুন। যদি সে বিরক্তির সুরে এমনটা বলে তাহলে কখনোই তাকে বিশ্বাস করবেন না। ধরে নেবেন এখানে নিশ্চয়ই কিছু আছে, বিপদ আসন্ন। আর যদি সে খুবই স্বাভাবিকভাবে কথাটি বলে এবং তার মুখে হাসি থাকে তাহলে নিশ্চিন্তে থাকতে পারেন!
- ‘আমাদের কথা বলা খুবই প্রয়োজন’ এ ধরনের কথা বলার মানেই হচ্ছে সে খুব ঠান্ডা মাথায় আপনাকে বিপদে ফেলছে। কথাটি হয়তো খুবই স্বাভাবিক স্বরে বলবে কিন্তু এর গভীরতা বিশাল। আপনি হয়তো কোনো ভুল করেছেন অথচ বুঝতে পারছেন না। তখনই সে এমন কথা বলবে। তাই এ ধরনের কথা শুনলে একটু সতর্ক থাকুন এবং বিষয়টি সামলানোর চেষ্টা করুন।
- ‘যাই হোক’। মেয়েরা প্রায়ই এই কথাটি বলে থাকে। আর ছেলেরা তখনই ভুল করে, যখন এ ধরনের কথাকে স্বাভাবিকভাবে নেয়। এই কথার আসল মানে হলো, ‘যাই হোক, তুমি গোল্লায় যাও’। কী অবাক হচ্ছেন? এমন কথা নিশ্চয়ই বহুবার শুনেছেন?
- যখন আপনার প্রেমিকা বা স্ত্রী উচ্ছ্বসিত হয়ে ‘ওয়াও’ বলবে, তখন খুব বেশি খুশি হবেন না। কারণ সে এখানে আপনার প্রশংসা করছে না বরং আপনি কতটা বোকা সেটা নিয়ে উপহাস করছে। আর যখন বলবে ‘রিয়েলি’, তখন বুঝে নেবেন আপনি যে বোকার মতো আচরণ করছেন সেটা সে আপনাকে বোঝানোর চেষ্টা করছে। তাই সব ধরনের প্রশংসা যে সত্যিকারের প্রশংসা না সেটা আগে থেকেই বুঝে নেওয়া ভালো।
- ঝগড়ার সময় মেয়েরা চায় ছেলেরা তর্ক না করুক বা ‘সরি’ বলুক। কিন্তু যখন কোনো ছেলে এমনটা করে না, তখন মেয়েরা বাধ্য হয়ে বলে ‘ঠিক আছে’। সে আসলে এই বিষয়ে আর কথা বলতে চাচ্ছে না। অথচ অনেক ছেলেরাই এই কথার মানে জানে না। তাই তারা বারবারই ভুল করে আর বারবারই ঝগড়ায় জড়িয়ে পড়ে।