আপনি আছেন » প্রচ্ছদ » খবর

চাইনিজ মোগলাই পরোটা তৈরি করার রেসিপি

উপকরণ: ময়দা, সাদা তেল, সেদ্ধ নুডুলস, লাল এবং সবুজ ক্যাপসিকাম কুঁচি, পেঁয়াজ কুঁচি, ডিম, কাঁচা মরিচ কুঁচি।

পদ্ধতি: প্রথমে একটি পাত্রে ভালো করে ময়দা মেখে নিন। ময়দা মাখা হয়ে গেলে ছোট ছোট লেচি করে নিন। এবার ওই লেচিগুলো লুচির আকারে বেলে নিন। এর পর ওই বেলে রাখা ময়দার মধ্যে সেদ্ধ নুডুলস, লাল এবং সবুজ ক্যাপসিকাম কুঁচি, পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ কুঁচি এবং কাঁচা ডিম ভেঙে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার ওই লুচির মধ্যে আর একটা লুচি বেলে ওর উপরে সুন্দর করে মুড়ে দিন। খেয়াল রাখবেন যেন পুরটা বাইরে বেরিয়ে না আসে। এর পর কড়াইতে তেল দিন। তেল গরম হয়ে গেলে ডুব তেলে লাল করে ভেজে গরম গরম পরিবেশন করুন চাইনিজ মোগলাই পরোটা।