মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসের নটর ডেম ক্যাথিড্রালের বাইরে এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করল পুলিশ। পুলিশের দাবি অনুযায়ী, নটর ডেম ক্যাথিড্রালের বাইরে পুলিশের পেট্রোলিংয়ের সময় এক ব্যক্তি হঠাত্ই হাতুড়ি নিয়ে হামলা চালায়। তাতে এক পুলিশ অফিসার জখম হন। পালটা পেট্রোলিংয়ে থাকা এক পুলিশ অফিসার গুলি চালালে, ঘায়েল হয় হামলাকারী। কী উদ্দেশ্য নিয়ে ওই ব্যক্তি হামলা চালালো, তা পুলিশের কাছে এখনও পরিষ্কার নয়। তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে। হামলাকারীর পরিচয় সম্পর্কেও পুলিশ এখনও নিশ্চিত নয়। যে কারণে মিডিয়ার কাছে তার নাম ঘোষণা করা হয়নি। পুলিশের বক্তব্য, ওই ব্যক্তিকে নিরস্ত্র করার চেষ্টা করা হয়েছিল।
কিন্তু সে তাতে কর্ণপাত না-করে, হাতুড়ি নিয়ে তেড়ে আসে। এক অফিসারকে আক্রমণও করে। তার পরেই পরপর দুটি গুলি চালানো হয়। হামলাকারী কোনও জঙ্গি দলের সদস্য কি না, পুলিশ সে বিষয়ে নিশ্চিত নয়। বিষয়টিকে হালকা ভাবে না-নিয়ে লোকজনকে সতর্ক করা হয়েছে। আপাতত চার্চের ভিতরেই পর্যটকদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছে। চার্চ লাগোয়া রাস্তাও খালি করে দেওয়া হয়। পুলিশের আশঙ্কা, জঙ্গিরা নটর ডেম ক্যাথিড্রালের আশপাশে লুকিয়ে থাকলেও থাকতে পারে। ফলে, সেখানে তল্লাশিও চলছে।