আমার দুটি সন্তান। দুটি সন্তানই সিজারে হয়েছে। ছোট সন্তানের বয়স তিন মাস। সিজারের পর এখনও আমার মাসিক হয়নি। জন্মনিয়ন্ত্রণের জন্য এখন আমি কী পদ্ধতি অবলম্বন করব? অনুগ্রহ করে জানাবেন।
পরামর্শঃ
সাধারণত বাচ্চা হবার ৬ সপ্তাহ পর্যন্ত জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা না নিলেও চলে। আপনার দুইটি সন্তানই যেহেতু সিজারে হয়েছে তাই পরবর্তী সন্তান নিলে তা সিজারিয়ানই হবে। জন্মনিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদ্ধতি আছে। আপনাকে স্থায়ী পদ্ধতি নিতে নিরুৎসাহিত করব কারণ আপনার দুটি সন্তান এবং যদি কোন দুর্ঘটনা হয়েই যায় পরবর্তীতে মা হবার পথ বন্ধ হয়ে যাবে। আপনি অস্থায়ী বিভিন্ন পদ্ধতির মধ্যে খাবার বড়ি, ইঞ্জেকশন, কপার টি, নরপ্লান প্রভৃতি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনি নিকটস্থ সূর্যের হাসি ক্লিনিক বা পরিবার পরিকল্পনা ক্লিনিকে গিয়ে ডাক্তারের কাছে বিস্তারিত আলোচনা করে যেটা ভাল লাগে সেই পদ্ধতি অবলম্বন করুন। বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনার এই সহায়তা বিনামূল্যেই দিয়ে থাকে। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
ডা: তৌহিদ হোসেন রোমেল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল