২০১৭ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার নমুনা প্রশ্ন।
সময় : ২.৩০ ঘন্টা পূর্ণমান : ১০০
১) বহুনির্বাচনি প্রশ্ন ১০টি (যোগ্যতাভিত্তিক)। ১দ্ধ১০ = ১০
১. কোন প্রাণীটি এখন আর সুন্দরবনে দেখা যায় না?
ক) চিতাবাঘ খ) রয়্যাল বেঙ্গল টাইগার
গ) হাতি ঘ) ক ও গ
২. কে সাগরে ডুব দেয়?
ক) দুঃসাহসী খ) চন্দ্রলোক
গ) ডুবুরি ঘ) কবি
৩. নিচের কোনটি বাংলা সাহিত্যের জীবনী?
ক) লাল নীল দীপাবলি খ) কত নদী সরোবর
গ) অলৌকিক ইস্টিমার ঘ) জ্বলো চিতাবাঘ
৪. বাংলাদেশের পোড়ামাটির ফলকের কাজকে কী বলে?
ক) মৃৎশিল্প খ) নকশা
গ) টেরাকোটা ঘ) তৈজসপত্র
৫. জারুল গাছে কোন রঙের পাখি দেখা যায়?
ক) সবুজ খ) কাল
গ) হলুদ ঘ) লাল
৬. রাজা রাখাল বন্ধুকে কিসের বাঁশি বানিয়ে দেয়?
ক) সোনার খ) রূপার
গ) মুক্তাখচিত ঘ) হিরকখচিত
৭. নায়াগ্রা একটি-
ক) পর্বতশৃঙ্গ খ) আগ্নেয়গিরি
গ) জলপ্রপাত ঘ) মালভূমি
৮. ভাবুক ছেলেটি কে ছিল?
ক) স্যার জগদীশচন্দ্র খ) মুসা ইব্রাহিম
গ) নূর মোহাম্মদ শেখ ঘ) মুন্সি আবদুল রউফ
৯. সন্তোষচন্দ্র ভট্টাচার্য কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?
ক) বাংলা খ) ইংরেজি
গ) ইতিহাস ঘ) দর্শন
১০. উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
ক) মুন্সিগঞ্জ খ) নরসিংদী
গ) ভৈরব ঘ) ময়মনসিংহ
২. পাঠ্যবই থেকে কবির নামসহ "দুই তীর" অথবা "স্বদেশ" কবিতার প্রথম আট লাইন লিখ। ১ + ১ + ৮ = ১০
৩. প্রসঙ্গ উল্লেখসহ ব্যাখ্যা লিখ (যে কোনো একটি) ৫
ক) বাঙলী এক সাহসী জাতি, বীরের জাতি, অজানাকে সেও জয় করতে পারে।
খ) যে বই জুড়ে সূর্য ওঠে
পাতায় পাতায় গোলাপ ফোটে
সে বই তুমি পড়বে।
৪) যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও। ৪দ্ধ৩ = ১২
ক) অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কী হয়?
খ) মাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় কেন?
গ) কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না?
ঘ) তাঁর প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয়স্তম্ভ।"- এমন কথা কোন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন?
ঙ) "কাল যেখানে অাঁধার ছিল আজ সেখানে আলো"- কথাটি ব্যাখ্যা কর।
৫। নিচের শব্দ দিয়ে বাক্য রচনা কর ( যেকোন ৫টি)। ৫
জনন, গান, বরণ, আত্মত্যাগ, গোলাপ চকাচকি।
৬। প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন দাও।
তারপর একদিন রাজপুত্র রাজা হয় হাতিশালে হাতি তার ঘোড়াশালে ঘোড়া লোকলস্কর সৈন্যসামান্তে গমগম করে তার রাজপুরী রাজকোষ ভরা থোকে মণিমাণিক্যে আর রাজপুরী আলো করে থাকে রানি কাঞ্চনমালা চারদিকে তার থইথই সুখ এতা সুখেল দিনে মাঠের রাখালবন্ধুর কথা তার মনেও পড়ে নেও পড়ে না সেই প্রতিজ্ঞার কথা রাজপুত্র বন্ধুকে ভুলে যায়।
৭। প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ৫টি প্রশ্ন তৈরি কর। ১দ্ধ৫=৫
দুরন্ত এক কিশোর। নাম নূর মোহাম্মদ শেখ। বাবা-মায়ের একমাত্র সন্তান। নাটক, থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। কিন্তু ওই কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা-মা মারা গেলেন। বদলে গেল তার জীবন। যোগ দিলেন, ইপিআর, অর্থাৎ ইস্ট বেঙ্গল পাকিস্তান রাাইফেলসে। সেখানে তাঁর জীবন ভালোই চলছিল। কিন্তু একাত্তর সালের মুক্তিযুদ্ধ আবার বদলে দিল সবকিছু। অন্যান্য বাঙালির মতো তিনিও মুক্তিযুদ্ধে যোগ দিলেন।
৮। যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন কর (যে কোন ৫টি) ৫
ঙ্গ, ক্ত, স্ব স্ত, প্র চ্ছ, ন্ধ।
৯। বিপরীত শব্দ লিখ (যে কোনো ৫টি) ৫
দূরে বন্ধু, সার্থক, বন্ধ, সুন্দর জয়।
অথবা, সমার্থক শব্দ লিখ (যে কোন ৫টি)
প্রদীপ, বই, শখ, স্নান, নদী, ধরা।
১০। এককথায় প্রকাশ কর ( যে কোন ৫টি)। ৫
রেখা দিয়ে আঁকা ছবি, শারীরিক পরিশ্রম করে, বিচার নেই এমন, মেধা আছে যার, যেখানে মানুষ বসবাস করে, আকাশে ওড়ে যে।
১১। বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ:
(ক) পৃথিবীতে কোনো অপ্রয়োজনীয় প্রাণী বলিতে কিছুই নেই।
(খ) সিংহ বলিলেই মনে হইবে আফ্রিকার কথাা।
(গ) বাঘের সংখ্যা ক্রমেই কমে যাইতেছে বলিয়া এখন তাঁহারা চিন্তিত।
(ঘ) আইন করিয়া বাঘ শিকার নিষিদ্ধ করা হইয়াছে।
(ঙ) বাঘকে বিলুপ্তির হাত হইতে রক্ষা করা আমাদের উচিত ও কর্তব্য।
(চ) সাধারণ মানুষজনকে এই কথা বুঝিতে হইবে।
১২। সংক্ষেপে উত্তর দাও ( যে কোন ৪টি): ৪দ্ধ২=৮
(ক) মৃৎশিল্পের প্রধান উপাদান কী?
(খ) রাজপুত্র তার বন্ধুর কাছে কী প্রতিজ্ঞা করেছিল?
(গ) কবি কেন "মন ভোলানো সুর" সম্বন্ধে বরেছেন?
(ঘ) বীর ডুবুরি কী করে?
(চ) আমরা কেন সৃষ্টিকর্তার কাছে করুণা ও শক্তি প্রার্থন করি?
১৩। "প্রার্থনা" অথবা "ফেব্রুয়ারি গান" কবিতার মূলভাব লিখ ৮
১৪। ১৫০ শব্দের মধ্যে নিম্নে যে কোনো ১টি বিধানের উপর রচান লিখ।
(ক) বীরশ্রেষ্ঠ মুন্সী এবাদুর রউফ
(খ) বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু
(গ) ফুটবল খেলা
(ঘ) ... নিচে যে শহর/উয়ারী বটেশ্বর
(ঙ) হিমা .......