১.
কবে পাব সেই স্বর্ণালি দিন
যা ছিল শহীদ-কণ্ঠতে?
রাস্তা-সেতু নিরাপদহীন
মানুষেরা প্রাণপণ ছোটে!
২.
কভু কমবে না ফেলে আসা শোক
শুকাবে না নির্মম ক্ষতটা।
জানে সবুজেরা, জানে প্রতিটি আলোক,
ভালোবাসি বাংলাকে কতটা!
৩.
স্বাধীনতা মানে শৃঙ্খল ভাঙা,
এ জীবন করা নিজ রঙে রাঙা,
ভেঙে ফেলা শত শেকল-ইট-কাঠ;
তবে সব করা যায় না খেয়ালে!
স্বাধীনতা মানে আপন সে মাঠ;
চারিধার ঘেরা বিবেক-দেয়ালে!
৪.
কাজের বর্মে, আচার, ধর্মে,
সমাজ-পোষা হাজার নর্ম-এ;
স্বাধীন দেশের অধীন আমি
ফোটার-ছোটার আগেই থামি!
৫.
স্বাধীনতা মানে মনের মতো
কাজটি করার অধিকার-
চিন্তা ও শ্রমে দেশের শত
সহ¯্র ঋণ শোধিবার!
৬.
স্বাধীনতা মানে নয়-
প্রশ্নফাঁস ভাইবারে,
হিংসা বা দ্বেষ ছড়ানো
অপটিক্যাল ফাইবারে!
স্বাধীনতা মানে-
ভালোবাসা নিরন্তর,
উন্নয়নে মহৎ-প্রাণ
সুখের তরে বীর-অন্তর!
৭.
গোদের ওপর বিষের ফোড়া,
চলছে অসাম রাস্তা খোঁড়া।
জ্যামে গাড়ি চলছে ধীরে,
এক কালে ঠিক ফিরব নীড়ে।
স্বাধীন দেশে খাঁচায় বাস
এ উপহাস নয় ইতিহাস!
/আসিফ মেহ্দী/