মসুরি ডাল একটি খাবার তা আমরা সবাই জানি। কিন্তুু সে মসুরি ডাল-ই করবে আপনার ত্বক কে উজ্জ্বল, সুন্দর।
উপকরন: মসুরি ডাল ১ কাপ, কাঁচা হলুদ ২ টি, নিম পাতা ৭-৮ টি, পানি প্রয়োজনমত
প্রনালীঃ ডাল গুলোকে ভাল মত ধুয়ে মিহি করে বেটে নিন। তারপর আলদা করে নিম পাতা গুলোকে বাটুন। নিম পাতা ত্বকের সমস্যা যেমন এলার্জী, চর্মরোগ প্রতিরোধ করে। এরপর একইভাবে কাঁচা হলুদ ভাল করে ছেঁচে নিন। কাঁচা হলুদ ত্বকে ব্রাইটনেস আনে। তারপর সব গুলো উপকরনে সামান্য পানি মিশিয়ে আবার বাটুন। এরপর যে পেষ্ট হবে, সে পেষ্ট পুরো মুখে গলায়, ঘাড়ে মাখুন। ১৫-২০ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এরকম সপ্তাহে দুবার ব্যবহার করুন। দেখুন আপনার ত্বকে আসবে সোনালী আভা এবং ত্বক হবে দাগমুক্ত।
আপডেট 05 September 2017 10:11:45
Loading...
advertisement