এইমাত্র পাওয়া

  • কাপ জিতেই ছাড়ব, জন্মদিনে শপথ মেসির
  • প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জুলাইয়ে, থাকছে ৬০% নারী কোটা
  • ঝালকাঠিতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা’র দোয়া ও ইফতার অনুষ্ঠান
  • ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার
  • দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি অথবা বজ্রবৃষ্টি হতে পারে
  • ফাঁটা পায়ের যত্নে কিছু পরামর্শ !!
  • ডায়াবেটিস রোগীরা কি রোজা রাখতে পারবে?
  • ওজন কমাবে কালো জিরা
  • হলুদ দাঁতের সমস্যা সমাধান করুন নিমিষেই
  • কিশিমিশের পানি খেলে যে উপকার পাবেন
Updated

খবর লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ অনার্স ভর্তির আবেদন কার্যক্রম শুরু

07 August 2017 19:25:50 156611220 ভোট:5/5 1 Comments
Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Active
ঢাকা বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ অনার্স ভর্তির আবেদন কার্যক্রম শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি প্রার্থীদের অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী ২৯ আগস্ট-২০১৭ (মঙ্গলবার) রাত ১০টা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ভর্তি প্রক্রিয়া উদ্বোধন শেষে অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, এ বছর ছাত্র-ছাত্রীদের আবেদনের যোগ্যতা গতবারের মতোই রাখা হয়েছে। কিছু নতুন বিভাগ চালু হওয়ায় এবং কিছু বিভাগ ও ইনস্টিটিউটে আসন বৃদ্ধি করায় মোট আসনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আজ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,২০১৭-১৮ শিক্ষাবর্ষে এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে মোট আসন সংখ্যা ৭ হাজার ৫৩টি। এরমধ্যে ‘ক’ ইউনিটে ১হাজার ৭ শ’ ৬৫টি, ‘খ’ ইউনিটে ২হাজার ৩ শ’ ৬৩টি, ‘গ’ ইউনিটে ১হাজার ২শ’৫০টি, ‘ঘ’ ইউনিটে ১হাজার ৫শ’৪০টি এবং ‘চ’ ইউনিটে ১ হাজার ৩৫টি আসন রয়েছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এ সংখ্যা ছিল ৬ হাজার ৮শ’টি। এছাড়া, জাপান স্টাডি বিভাগেও এবছর শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বিভাগে আসন রয়েছে ৩০টি। বিজ্ঞপ্তিতে জানানো হয়,এ বছরও ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি নির্ধারন করা হয়েছে ৩৫০ (তিন শ’ পঞ্চাশ) টাকা । টাকা জমা দেয়ার শেষ তারিখ ৩০ আগস্ট ২০১৭। ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ আগস্ট বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাইনলোড করা যাবে ১২ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ।

বিস্তারিত তথ্য উল্লেখিত ওয়েব সাইট থেকে http://admission.eis.du.ac.bd জানা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া পরিচালিত হবে বলে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে অবগত করবে বলে তিনি উল্লেখ করেন।

Loading...
advertisement
সর্বশেষ সংবাদ
এ বিভাগের সর্বশেষ